রাকিব উদ্দীন : [২] কোভিড-১৯ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের এবারের আসর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গতকাল বোর্ড মিটিংয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যদিও সফল একটি অলিম্পিক আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে জপানের ক্রীড়ামন্ত্রী বলছেন অন্য কথা। কোভিড-১৯ আতঙ্কে অলিম্পিক পিছিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
[৩] সংসদে এক প্রশ্নের জবাবে জাপানের ক্রীড়ামন্ত্রী সেইকো হাশিমতো জানান, আইওসি’র সঙ্গে টোকিও’র চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে এই আসর সম্পন্ন করতে হবে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সূচি পিছিয়ে যেতে পারে।
[৪] হাশেমতো বলেন, ‘২০২০ সালের মধ্যে যদি এই গেমস আয়োজন না করা যায়, তাহলেই কেবল আইওসি তা বাতিল করতে পারে। গেমস স্থগিত করলেও তা ২০২০ ক্যালেন্ডার ইয়ারেই তা আয়োজনের লক্ষ্য থাকবে।’
[৪] তবে আইওসি সভাপতি টমাস বাখ জানিয়েছেন, টোকিও অলিম্পিক সফলভাবে আয়োজনের ব্যাপারে তিনি খুবই আশাবাদী, ‘আমি সকল ক্রীড়াবিদদের পুরো আত্মবিশ্বাস ও উদ্যমের সাথে তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য আমি উৎসাহিত করতে চাই।’
[৬] এদিকে গতকাল সুইজারল্যান্ডের লুসানেতে আইওসি’র কার্যনির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট সময়েই টোকিও অলিম্পিক আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
[৭] কার্যনির্বাহী বোর্ডের সভা থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ জন্য আইওসি, আয়োজক, স্বাগতিক শহর টোকিও, জাপান সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কাজ করছে।