শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইওসির কাছে টোকিও অলিম্পিক পেছানোর অনুরোধ জানিয়েছেন জাপানের ক্রীড়ামন্ত্রী

রাকিব উদ্দীন : [২] কোভিড-১৯ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়ায় জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের এবারের আসর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গতকাল বোর্ড মিটিংয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যদিও সফল একটি অলিম্পিক আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে জপানের ক্রীড়ামন্ত্রী বলছেন অন্য কথা। কোভিড-১৯ আতঙ্কে অলিম্পিক পিছিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

[৩] সংসদে এক প্রশ্নের জবাবে জাপানের ক্রীড়ামন্ত্রী সেইকো হাশিমতো জানান, আইওসি’র সঙ্গে টোকিও’র চুক্তি অনুযায়ী ২০২০ সালের মধ্যে এই আসর সম্পন্ন করতে হবে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সূচি পিছিয়ে যেতে পারে।

[৪] হাশেমতো বলেন, ‘২০২০ সালের মধ্যে যদি এই গেমস আয়োজন না করা যায়, তাহলেই কেবল আইওসি তা বাতিল করতে পারে। গেমস স্থগিত করলেও তা ২০২০ ক্যালেন্ডার ইয়ারেই তা আয়োজনের লক্ষ্য থাকবে।’

[৪] তবে আইওসি সভাপতি টমাস বাখ জানিয়েছেন, টোকিও অলিম্পিক সফলভাবে আয়োজনের ব্যাপারে তিনি খুবই আশাবাদী, ‘আমি সকল ক্রীড়াবিদদের পুরো আত্মবিশ্বাস ও উদ্যমের সাথে তাদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য আমি উৎসাহিত করতে চাই।’

[৬] এদিকে গতকাল সুইজারল্যান্ডের লুসানেতে আইওসি’র কার্যনির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট সময়েই টোকিও অলিম্পিক আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ তারা।

[৭] কার্যনির্বাহী বোর্ডের সভা থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ জন্য আইওসি, আয়োজক, স্বাগতিক শহর টোকিও, জাপান সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়