শিমুল মাহমুদ : [২] ঢাকা-১০ আসন উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেন, আওয়ামী লীগ গত ১১ বছর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাই ভোটারদের কেন্দ্রে না যাওয়ার নিয়ে অনীহা। ভোটাররা মনে করেন, ফলাফল আগেই নির্ধারিত থাকে বা জোর করে অন্য প্রার্থীকে ভোট দিতে বাধ্য করা হবে।
[৩] রবি আরও বলেন, রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড পায় না। আজকে নির্বাচন কমিশনার বিতর্কিত হচ্ছে। সরকার বিতর্কিত নির্বাচন করে ইসিকে প্রশ্নবিদ্ধ করেছে এর দায় সরকারকেই নিতে হবে। মঙ্গলবার দুপুরে হাতিরপুল এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
[৪] ধানের শীষে এ প্রার্থী বলেন, আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি করে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে এবং যেতে ভয় পায় না।
[৫] সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল বলেন, নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিধায় ভোটাররা তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা রাজনৈতিক দল এবং প্রার্থী হিসেবে চেষ্টা করছি তাদের এ ধারণা দূর করতে। নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে চেষ্টা করব।
[৬] তিনি বলেন, প্রচারে মানুষ নিয়ে নামতে বাধা নেই। আমিও আমিও প্রচুর মানুষ নিয়ে নামছি। একটা বিধি-নিষেধ আছে সেটা হলো পাঁচদিন বেসিক আকারে করা যাবে। বাকি দিনগুলো নিয়ন্ত্রিত করতে হবে যাতে যানজটের সৃষ্টি না হয়। মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে।