শিরোনাম

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে দেশের কোনো ক্ষতি হবে না, বললেন শমসের মুবিন চৌধুরী

মিনহাজুল আবেদীন: [২] সোমবার একাত্তর টিভির ‘ভারতের চরিত্র কি বদলে যাচ্ছে’ টকশোতে তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক ভালো হলে দেশের উন্নতি হবে। বিভিন্ন ধরণের সহযোগিতা পাওয়া যাবে। সাম্প্রতিক বিষয় নিয়ে দেশের কিছু মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা বন্ধ করতে হবে। কারণ ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু।

[৩] সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে ভারত ভালো থাকবে, আর ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’। কারণ তাদের পূর্বের অভিজ্ঞতা বলছে, তারা একটা ভালো পরিবেশ ভারতকে এবং বিশ্ববাসীকে দেবে। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশের ভাবমুর্তি নষ্ট করা যাবে না।

[৪] একই অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, নতুন কোম্পানীগুলো বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে। ভারত ইকোনমিক জোন হিসাবে বাংলাদেশকে বেঁছে নিয়েছে। তারা মনে করছে এদেশে তারা বিনিয়োগ করলে লাভবান হবে।

[৫] তিনি আরও বলেন, চীন থেকে বিভিন্ন পণ্য আমদানি না করে, ভারত থেকে আমদানি করলে সাশ্রয়ী ও বেশি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। ফলে দেশের উন্নতি হবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়