ইয়াসিন আরাফাত : [২] সোমবার এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী তার ভক্তদের জানান, আগামী রোববার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব ভাবছি। কোলকাতা ২৪, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] শুধু ফেসবুক, ট্যুইটারই নয়। ইন্সটাগ্রাম, এমনকি ইউটিউবও ছেড়ে দেবেন তিনি। ট্যুইটারে একথাই জানিয়েছেন মোদী।
[৪] সোমবার করা তার ওই ট্যুইটটি ইতিমধ্যেই রিট্যুইট হয়েছে ৫০০০ বার। ১৫০০০ লাইক পড়েছে ওই ট্যুইটে।
[৫] নরেন্দ্র মোদী শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভই নন। এই মুহূর্তে তার যা ফলোয়ার, তা পিছনে ফেলে দিয়েছে বিশ্বের অনেক বড় বড় নেতাদের।
[৬] বর্তমানে ট্যুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৫৩.৩ মিলিয়ন। ফেসবুকে ফলোয়ার ৪ কোটি ৪৫ লক্ষ। ইন্সটাগ্রামে ফলোয়ার সাড়ে ৩ কোটি।
[৭] ইন্সটাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ট্রাম্প ও ওবামার থেকেও বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ১৪.৯ কোটি। বারাক ওবামার ফলোয়ার সংখ্যা ২৪.৮ কোটি।