শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) বিমা দিবসের অনুষ্ঠানের মঞ্চে উঠে পড়ল ছাগল

ডেস্ক রিপোর্ট : (১) তখন জাতীয় বিমা দিবসের অনুষ্ঠান চলছে নাটোর এন এস সরকারি কলেজ মিলনায়তনে। মঞ্চে বিমার গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্রসহ বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানির কর্তারা।

(২) এ সময় হঠাৎ করেই আলোচনা সভার মঞ্চে লাফ দিয়ে উঠে পড়ল ছাগল। কিছু সময়ের জন্য হাস্যরসের সৃষ্টি হয় মিলনায়তন জুড়ে। রসিকতা করে উপস্থিত অনেককে বলতে শোনা যায় ছাগল মহাশয় বিমা করতে এসেছে। তখন পর্যন্ত এই হাস্যরস চার দেয়ালেই সীমাবদ্ধ ছিল। দুপুরের পর থেকেই হঠাৎ সেই ছাগলের ছবি চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

(৩)ইশতিয়াক আহমেদ নামে এক ব্যক্তি লেখেন, বিমার গুরুত্ব মানুষ ঠিকঠাক বুঝতে না পারলেও ছাগল ঠিকই বুঝতে পেরেছে। অপর এক ব্যক্তি মন্তব্য করেন, সচেতন ছাগল। অঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তি বলেন, সম্প্রতি ফেসবুকে একটি ছবিতে দেখলাম রেলগেটের সিগনালে একটি গরু দাঁড়িয়ে পড়েছে অথচ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঠিকই রেল লাইন ক্রস করছে। সেরকমটা আজও হল।

(৪)এদিকে, সভামঞ্চে ছাগল প্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মিলনায়তনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা। আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছেন তারা। এর আগে রোববার 'বিমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি' প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কানাইখালি স্টেডিয়াম মাঠ এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর সিরাজ-উদ-দৌলা কলেজে গিয়ে শেষ হয়।
বার্তাা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়