জাহিদুল ইসলাম সজীব : ভারতের তরুণ নেতা হইলো কানহাইয়া। আর বাংলাদেশের নুরুল হক নূর। একজন নিজ দেশের ‘সংখ্যালঘু’ সম্প্রদায়ের উপর আক্রমণ হলে রুখে দাঁড়ায়, আরেকজন উস্কে দেয়। একজন বাম, আরেকজন রাইট উইং পপুলিস্ট। এজন্যই ভারতের আশা এখনো মরে যায়নি, কিন্তু আমাদেরটা মরে ভূত হয়ে গেছে। আমাদের ভবিষ্যত নূরদের হাতে। আমরা এদেশের বামেরা কি পারবো কানহাইয়ার জন্ম দিতে, নাকি আঁতুড়ে মেরে দিবো সম্ভাব্য কানহাইয়াদের!
নূরের উত্থানের পেছনে আমাদের দায় কতোটুকু, সেটা কি হিসেবনিকেশ করা হয়েছে আদৌ? সে আত্মসমালোচনা না করে কেবল নূরকে গালি দিয়ে পার পেতে চায় যারা, তারাই বোধ হয় মূল বাধা। ভেতরের বাধা।