শিরোনাম
◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান ◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে ◈ ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা ◈ মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইফউদ্দিন ঝড়ে জিম্বাবুয়েকে ৩২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

রাকিব উদ্দীন : [২]  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ আট মাস পর খেলতে নামা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধািরিত ৫০ ওভার শেষে ৩২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। শেষে ব্যাট করতে নেমে ঝড়ো ১৫ বলে ২৮ রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে এনে দেন সর্বোচ্চ সংগ্রহ।

[৩] প্রথমে ব্যাট করতে নেমে অভিষিক্ত মাদিভিরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে যান তামিম। তার বিদায়ের পর ব্যক্তিগত ২৯ রানে মুতোমবুদজির বলে ফিরেন শান্ত। এরপর ট্রিপিয়ানোর বলে মুতোমবুদজির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে ফিরেন মুশফিক। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১০৫ বলে ১২৬ রান করে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। শেষদিকে মিঠুন ৫০ ও সাইফউদ্দিনের ঝড়ো ২৮ রানে ভর করে ২২১ রান করে বাংলাদেশ।

[৬] বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

[৭] জিম্বাবুয়ে একাদশ : চামু চিবাবা (অধিনায়ক), তিনাশি কামুনহুকামুয়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো, ওয়াইসলি মাদিভেরে, ক্রিস্টোফার পোফু ও চার্ল মুম্বা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়