শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বছরের সন্তানকে খুন করে লাশ গুমের অভিযোগে যুক্তরাষ্ট্রে দম্পতির কারাদণ্ড

আলআমিন ভূঁইয়া : [২] ২০১৮ সালে একটি স্টোরেজ ইউনিটে কংক্রিটের মধ্যে আবদ্ধ অবস্থায় কাদেন ম্যাকউইলিয়ামস নামের ছেলেটির মরদেহ পাওয়া যায়।

[৩] সেই মামলায় এই শুক্রবার তার পিতা ৪০ বছর বয়সী লেল্যান্ড পাঙ্কিকে সাজা দেন ডেনভারের একটি আদালত। ছেলেকে শারীরিক নির্যাতন ও খুনের জন্য ৪৮ বছর এবং মৃতদেহ গুমের জন্য ২৪ বছরের কারাদণ্ড দেয়া হয় লেল্যান্ড পাঙ্কিকে।

[৪] এর আগে পাঙ্কির স্ত্রী ইলিশাকে একই অভিযোগে দোষী সাব্যস্ত করে ৪৮ বছরের কারাদণ্ড দেয়া হয়।

[৫] ডেনভার জেলা অ্যাটর্নি জানান, গেলো জানুয়ারিতে লেল্যান্ড পাঙ্কি উভয় অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।

 

[৬] ডেনভারের চিফ ডেপুটি জেলা জেলা অ্যাটর্নি জো মোরালেস জানান, পিতা এবং মাতা উভয়েই শিশুটিকে শারীরিক নির্যাতন করেছিলো, ফলে আদালতে তাদের সর্বোচ্চ শাস্তির অনুরোধ জানিয়েছেন তিনি।

[৭] ময়নাতদন্ত ও আদালতের নথি থেকে জানা যায়, ছেলেটি মারাত্মকভাবে জখম হয়েছিলো। তার মাথা, বুক এবং অঙ্গপ্রত্যঙ্গের আঘাতের প্রমাণ রয়েছে।

[৮] শিশুটির মা তদন্তকারীদের জানিয়েছে, তার স্বামী তাদের ছেলেকে একটি কুকুরের কেনেলে “কয়েক দিন” রেখেছিলো। জুলাই মাসের কোন এক সময়ে তারা শিশুটিকে হত্যা করে।

[৯] একটা খটকা এখনো রয়ে গেছে পুলিশের মনে। তবে ছেলের নামের শেষে যে পদবী, সেটি কেন তার পিতামাতার থেকে ভিন্ন? অভিযুক্তরা এর ব্যাখা দিতে পারেনি। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়