শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলোর বৃহত্তর ঐক্য চায় মান্না

শিমুল মাহমুদ : [২] গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজনীতিক দল ও নাগরিক সমাজকে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে রাজপথে নামার আহবাণ জানিয়েছেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

[৩] সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পানির দাম বাড়ানো যাবে না, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে আর এগুলো যদি না পারেন তাহলে ক্ষমতায় থাকা যাবে না।
[৪] মাহমুদুর রহমান মানান আরো বলেন, এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। কারণ, আপনারা জনগণের ভোটে ক্ষমতায় আসেন নাই। জোর করে ক্ষমতায় আছেন। এখন যদি কথা এটায় থাকে জোর করে ক্ষমতায় থাকবে তাহলে তো জনগণ বলতে বাধ্য জনতার জোর তোমাদের চাইতে বেশী। এ বল আমরাও প্রয়োগ করতে জানি। এবং প্রয়োজনে তাই করতে হবে।

[৫] তিনি বলেন, এখন পর্যন্ত আমরা সরকারের কাছে অনুরোধ করি, নিবেদন করি আমাদের দাবি, আমরা যত অন্যায়- অত্যাচারের কথা বলেছি, ভোটের অধিকারের কথা বলেছি এ গুলো মানতে হবে। আর যদি না মানা হয় আমরা জন্য জনজণকে ঐক্যের মধ্য দিয়ে বৃহত্তর আন্দোলনে যাবো।

[৬] নাগরিক ঐক্যের এ আহবায়ক বলেন, আজকে এই মানব্বন্ধনের মাধ্যমে অন্যান্য সকল রাজনীতিক দল গুলোকে আহবাণ জানাচ্ছি। রাজনীতিক দল গুলো যদি না আসে তাহলে নাগরিক সমাজের কাছে। যারাই বিবেক বান মানুষ মনে করেন আজকের এই পরিস্থিতি পরিবর্তন দরকার। তাদের প্রত্যাকের গণতন্ত্রের সুন্দর জীবনের আন্দোলনে আপনাদের সাথে থাকবো।

[৭] শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়