শিরোনাম
◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এতিম শিশুদের ভুয়া তালিকা তৈরি করে বরগুনায় চলছে লাখ লাখ টাকা আত্মসাৎ

আরিফ হোসেন : [২] আছে সাইনবোর্ড আর জরাজীর্ণ ঘর। আছে এতিম শিশুদের তালিকাও। কিন্তু বাস্তবে নেই কেউ। স্থানীয়দের অভিযোগ, এতিম শিশু দেখিয়ে টাকা উত্তোলনের পরে তাদের আর দেখা মেলেনা। অভিযুক্তদের দাবি, দেশে কোন এতিম শিশু নেই। চ্যানেল২৪

[৩] বরগুনা সদর উপজেলার গাজী মাহমুদ আদর্শ শিশু সদন এটি। খাতাপত্রের হিসেব অনুযায়ী এখানে এতিমের সংখ্যা ৩০ জন দেখানো হলেও প্রকৃতপক্ষে একজনও নেই। অথচ ১৯৯৫ সাল থেকে এতিমের হিসেব দেখিয়ে বছরে খরচ দেখানো হচ্ছে ৩ লাখ ৬০ হাজার টাকা।

[৪] শুধু এই প্রতিষ্ঠানই নয় একই অবস্থা জেলার উত্তর খাজুরা ইসলামিয়া শিশু সদন, সাহেবের হাওলা রফেজিয়া শিশু সদন, কোট বাড়ীয়া কাদেরিয়া শিশু সদনসহ জেলার একাধিক এতিমখানার। স্থানীয়দের অভিযোগ, শুরুতে কিছু এতিম শিশু থাকলেও অনুদানের টাকা আসার পর থেকে আর দেখা মেলেনা তাদের।

[৫] বরগুনার পাবলিক পলিসি ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, এতিম খানার নামে বরাদ্ধের টাকা আত্মসাৎ করা হচ্ছে।

[৬] এতিমখানা পরিচালক জানান, দেশে বর্তমানে এতিম না থাকায় খালি পড়ে আছে এসব শিশুসদন।

[৭] সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার বলেন, এতিমের নামে টাকা আত্মসাতের বিষয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

[৮] বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

[৯] ২০১৮-১৯ অর্থবছরে বরগুনায় ২ হাজার ৩শ ৮৬ জন এতিমের জন্য বরাদ্দ দেয়া হয় ২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার টাকা। ২০১৯-২০ অর্থ বছরে যার পরিমান দ্বিগুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়