[২]টেনিসকে বিদায় জানালেন ‘গ্ল্যামার গার্ল’ মারিয়া শারাপোভা। পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন এই রুশ তারকা।
[৩]ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা প্রতিবেদনের মাধ্যমে তিনি তার ক্যারিয়ারের ইতি টানেন। তার বিদায়ে লাখো ভক্তের ‘হৃদয় ভাঙলেন শারাপোভা’।
[৪]২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন শারাপোভা। তার ঠিক দুই বছর পরে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনেও শেষ হাসি হাসেন শারাপোভা।ইত্তেফাক