শিরোনাম
◈ জাকসুর আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ ◈ হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্তের ৬ কার্যকর উপায় ◈ জাকসুর ভোট গণনা শেষ, অপেক্ষা ফলের ◈ আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির ◈ নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব : জাকসুর সিইসি ◈ টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ◈ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা ◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অষ্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডেও ধরা পড়েছে করোনা ভাইরাস

নিউজ ডেস্ক : চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস। বিভিন্ন দেশের পাশাপাশি অষ্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডে প্রথমবারের করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই নিয়ে মোট ৩৮টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়লো। ইত্তেফাক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রিয়ায় দুইজনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেছে। এ ছাড়া ক্রোয়েশিয়ায় একজন করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনোভিচ। আক্রান্ত ব্যক্তি ইতালি থেকে ফিরেছেন। অন্যদিকে সুইজারল্যান্ডের টিকিনোতে করোনা আক্রান্তকে একজনকে শনাক্ত করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের উপ-স্বাস্থমন্ত্রী ইরাজ হারিরচি ও একজন সংসত সদস্য। সংবাদ সংস্থার আইএলএনএ এর প্রতিবেদনে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রন্তের বিষয়টি জানানো হয়। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি সংখ্যা অনুসারে, ইরানে ৯৯ জন আক্রান্তের মধ্যে ১৫ জন মারা গেছে।

এদিকে ইতালিতে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি সবচেয়ে ৩০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ১১ জন মারা গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়