শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বলছে দিল্লি, নিহতের সংখ্যা বেড়ে ২৪, আহত দেড়শ’, সাংবাদিক গুলিবিদ্ধ

সিরাজুল ইসলাম: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই সিএএবিরোধী এবং পক্ষের লোকজনের মধ্যে রোববার সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার রণক্ষেত্রে রূপ নেয় দিল্লির মুসলমান অধ্যুষিত উত্তর-পূর্বাঞ্চল। রয়টার্স, এনডিটিভি

[৩] হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। মৌজপুরে এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। মৌজপুর, গোকুলপুরী, ভজনপুরা চক, ভজনপুরা, কারবাল নগরে বাজার, দোকান ও গাড়িতে আগুন লাগানো হয়।

[৪] চাঁদবাগ ও কারাওয়ালনগরের রাস্তায় লাঠি ও রড হাতে দাপিয়ে বেড়িয়েছে দুর্বৃত্তরা। পুলিশি নিরাপত্তা না পাওয়ায় সেখানে পৌঁছায়নি অগ্নিনির্বাপক বাহিনী।

[৫] মঙ্গলবার সন্ধ্যায় জাফরাবাদ মেট্রো স্টেশন থেকে সিএএবিরোধীদের হটিয়ে মৌজপুরের দিকে এগোচ্ছিল পুলিশ। সেখানে বিজেপি নেতা কপিল মিশ্রের নেতৃত্বে সিএএর পক্ষে কর্মসূচি চলছিল। ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার জন্য তিনি সমালোচিত।

[৬] উত্তর-পূরআব দিল্লিতে পাথর হাতে দল বেঁধে থাকা সিএএ সমর্থক একদল স্লোগান দিচ্ছিল ‘দালালদের গুলি কর’।

[৭] নিহতদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত চারজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন রিকশাচালক শহিদ ও দোকানি মোহাম্মদ ফোরকান, পুলিশ কনস্টেবল রতন লাল ও বিপণন কর্মকর্তা রাহুল সোলাঙ্কি।

[৮] দিল্লি পুলিশ বিবৃতিতে বলেছে, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা চলছে।

[৯] মঙ্গলবার কয়েকটি এলাকায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। বিভিন্ন স্থানে মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। বেসরকারি টেলিভিশনগুলোকে সংঘাতের খবর প্রচারের ক্ষেত্রে সাবধান করেছে কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়