শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে সম্রাট-পাপিয়াদের দরকার নেই

রবিউল আলম : ভাষা শহীদের রক্ত বৃথা যেতে দেবো না, মুক্তির বাণী মুক্ত না করে ছাড়বো না। মানচিত্রকে সম্রাট, পাপিয়াদের কাছে জিম্মি হতে দেবো না, এই আশা আমরা করতে পারি বলেই বারবার নৌকার উপর ভরসা রাখি। নেতা শেখ হাসিনা বাঙালি জাতির আশা পূরণে ভূমিকা পালন করছেন, কথার সঙ্গে কাজের মিল রেখে চলেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হায়েনার দল অঙ্গীকার পূরণে বাধ সেধেছে। রাজনীতির জন্য নাকি অনেক প্রকৃতির মানুষের প্রয়োজন হয়। হয় বলেই সমাজের আঁস্তাকুড় থেকে অনেকেই রাজনৈতিক মাঠ দখলে নিয়ে আঙুল ফুলে কলাগাছ হওয়ার চেষ্টা করেন, হয়েছেনও। শেখ হাসিনা এই ধারণা মিথ্যা প্রমাণ করেছেন, করছেন। রাজনীতিতে সম্রাট-পাপিয়াদের দরকার নেই। ভালো মানুষ ছাড়া, ভালো জাতি গঠন করা যায় না। আমরা পাপিয়াদের পরিণতি দেখে শিখতে না পারলে, শেখ হাসিনাকে বুঝতে না পারলে আমাদের চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে।

অনেকেই পাপিয়ার পাপকে নিয়ে উল্লসিত। সম্রাট, রাজিব, মিজানদের অবস্থানের ব্যাখ্যা নেই। নেই শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা। নিজের দল থেকে শুদ্ধি অভিযান জাতির জন্য কতোটা আশার আলো নিয়ে হাজির হয়েছে। মাদক নির্মূলে কতোটা ভূমিকা পালনে সহায়ক হতে পারে। দলের মাঝে অপ্রতিরোধ্য কেউ নয়, এ কথা বারবার প্রমাণ করার পরও সাবধান না হয়ে যারা নোংরা পথে হাঁটছেন, তাদের উপদেশ দেওয়ার ভাষা আমার কাছে নেই। তবে বিরোধীদলের নেতাদের কাছে অনুরোধ বিরোধিতার জন্য বিরোধিতা নয়। দেশের জন্য, জাতির জন্য, রাজনীতির জন্য শেখ হাসিনার উপহার গ্রহণ করুন। রাজনীতি করতে পারবেন। ক্ষমতায়ও আসতে পারবেন, পাপিয়াদের পাপমুক্ত করতে পারবেন না। রাজনৈতিক দলে যারা কমিটি করেন, তারা কী ভাবছেন? পাপিয়াদের বাসা কিন্তু এখন খালি। জানি না শেখ হাসিনার কাছ থেকে সততার রাজনীতি আমরা কতোদিন নিতে পারবো,আল্লাহপাকের সহায়তায়।
লেখক : মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়