শিরোনাম
◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেশের মিডিয়া ঝুঁকি থেকে বাঁচাতে ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে, বললেন মনজুরুল আহসান বুলবুল

মিনহাজুল আবেদীন: [২]সোমবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল একথা বলেন।

[৩]বুলবুল বলেন, দেশে দিনে দিনে প্রিন্ট এবং খবরের কাগজের পাঠক এবং বিজ্ঞাপন কমে যাচ্ছে, এ বিষয়ের প্রতি মিডিয়ার মালিকপক্ষদেরকে একটু নজরদারি ও বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

[৪]তিনি বলেন, ডিজিটাল সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুয়া বা প্রচারণাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হচ্ছে সাংবাদিকরা।

[৫]তিনি আরও বলেন, বর্তমান ইউনিভার্সিটিগুলোতে যে শিক্ষা দেয়া হয়। তা অনেক পুরাতন সেজন্য যারা উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে তারাও আধুনিক সমস্যাগুলো মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না। মূলত যারা বিনিয়োগ করছে তারা ভবিষ্যত বিষয়গুলো নিয়ে চিন্তা করছে না, বরং সেটাকে ঝুঁকি হিসাবে মনে করছে। বর্তমান প্রক্রিয়াকে নিয়েই বেশি ব্যস্ত রয়েছে। তবে দ্রুত এর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

[৬]অনুষ্ঠানে ডেইলি স্টারের উপ সম্পাদক আশা মেহরিন আমিন বলেন, স্যোসাল মিডিয়ায় কোনো মনিটরিং ব্যবস্থা চালু নেই, যার ফলে নিজেদের মতো করে রংচং মাখিয়ে যার যা ইচ্ছা, সেভাবে নিউজ করে ছেড়ে দিচ্ছে। সুতরাং মানুষ যে কোনো ভুয়া নিউজ পড়ে বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তবে এটার কোনো সংশোধন হচ্ছে না। বরং কিছু মহল ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের মনে বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, এটা সাংবাদিকদের জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে মূলধারার গণমাধ্যমগুলোকে খবরের বস্তুনিষ্ঠতার পাশাপাশি ভুয়া খবর সনাক্তেও কাজ করতে হবে। সম্পাদনা: রাশিদ
#

  • সর্বশেষ
  • জনপ্রিয়