শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দেশের মিডিয়া ঝুঁকি থেকে বাঁচাতে ডিজিটাল মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে, বললেন মনজুরুল আহসান বুলবুল

মিনহাজুল আবেদীন: [২]সোমবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল একথা বলেন।

[৩]বুলবুল বলেন, দেশে দিনে দিনে প্রিন্ট এবং খবরের কাগজের পাঠক এবং বিজ্ঞাপন কমে যাচ্ছে, এ বিষয়ের প্রতি মিডিয়ার মালিকপক্ষদেরকে একটু নজরদারি ও বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

[৪]তিনি বলেন, ডিজিটাল সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুয়া বা প্রচারণাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হচ্ছে সাংবাদিকরা।

[৫]তিনি আরও বলেন, বর্তমান ইউনিভার্সিটিগুলোতে যে শিক্ষা দেয়া হয়। তা অনেক পুরাতন সেজন্য যারা উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছে তারাও আধুনিক সমস্যাগুলো মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না। মূলত যারা বিনিয়োগ করছে তারা ভবিষ্যত বিষয়গুলো নিয়ে চিন্তা করছে না, বরং সেটাকে ঝুঁকি হিসাবে মনে করছে। বর্তমান প্রক্রিয়াকে নিয়েই বেশি ব্যস্ত রয়েছে। তবে দ্রুত এর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

[৬]অনুষ্ঠানে ডেইলি স্টারের উপ সম্পাদক আশা মেহরিন আমিন বলেন, স্যোসাল মিডিয়ায় কোনো মনিটরিং ব্যবস্থা চালু নেই, যার ফলে নিজেদের মতো করে রংচং মাখিয়ে যার যা ইচ্ছা, সেভাবে নিউজ করে ছেড়ে দিচ্ছে। সুতরাং মানুষ যে কোনো ভুয়া নিউজ পড়ে বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তবে এটার কোনো সংশোধন হচ্ছে না। বরং কিছু মহল ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের মনে বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, এটা সাংবাদিকদের জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে মূলধারার গণমাধ্যমগুলোকে খবরের বস্তুনিষ্ঠতার পাশাপাশি ভুয়া খবর সনাক্তেও কাজ করতে হবে। সম্পাদনা: রাশিদ
#

  • সর্বশেষ
  • জনপ্রিয়