রাশিদ রিয়াজ : [২] ফেসবুকে সমালোচনার ঝড় বইছে কারণ এধরনের পুতুল যেটির পেটে বাচ্চা রয়েছে এবং কিশোরীরা গর্ভবতী হওয়ার বিষয়টিকে হাল্কাভাবে নিতে পারে। দি সান
[৩] বিক্রেতারও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন এধরনের পুতুল তারা বিক্রি করবেন কী না তা নিয়ে।
[৪] পুতুলটির দাম রাখ হয়েছে ৩.৮৯ পাউন্ড।
[৫] প্রতিক্রিয়া দেখিয়ে ক্রেতাদের অনেকে বলছেন অনেক কিশোরী বা বালিকা এধরণের পুতুল দেখে গর্ভবতী হয়ে উঠতে মনস্তাত্তি¦কভাবে অনুপ্রাণিত হতে পারে।
[৬] এমন পুতুল বালিকা বা কিশোরীদের জন্যে অনেক আগেভাগেই বিষয়টি নিয়ে ভাবাবে বলেও অনেকে সমালোচনা করছেন।
[৭] এক দোকানদার ফেসবুক গ্রুপে মন্তব্য করেছেন এটি খুবই ভুল সিদ্ধান্ত।
[৮] আরেকজন দোকানদার বলেছেন, শিশুদের শিশুর মতই থাকতে দেয়া উচিত। কেন তাকে এত আগেই সন্তান নিয়ে ভাবতে হবে। এটা খুবই ভুল ধারণা।
[৯] এক মা বলেছেন, হ্যা কেউ যদি গর্ভবতী হন তাহলে তার ছোট ছেলেমেয়েকে বুঝাতে হয়ত এধরণের পুতুল ব্যবহার করা যায়। এছাড়া আর কোনো ব্যবহার রয়েছে এমন পুতুলের আমার তা মনে হয় না।