মুনডিডি: বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ দীর্ঘদিন থেকে দেশে মানবাধিকার অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে আসছে। দেশের বিভিন্ন স্থানেই তার মানুষের সচেতনা বাড়াতে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ আজ সোমবার এ প্রতিবেদককে বলেন, ‘ মানবাধিবার সংরক্ষণের বিষয়ে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছি। আমরা জানি এদেশে সাংবাদিকরাও অনেকসময় বিভিন্ন ধরণের নির্যাতন- নিপীড়নের শিকার হোন। এ বিষয়েও আমরা পাশে রয়েছি গণমাধ্যমকর্মীদের পাশে। কারণ সংবাদপত্রকে বলা হয় চতুর্থ রাষ্ট্র। এটিও আমরা স্বাধীনভাবে দেখতে চাই।’
তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারী বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জামালপুরে ‘মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষন: মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, আর্টিকেল ১৯’র দক্ষিন এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, সাংবাদিক সালিম সামাদ, সাংবাদিক ও প্রশিক্ষক রফিকুল মন্টু, প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী ও আফতাব খান শাউন প্রমুখ।
কর্মশালায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেট নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ তৈরী ও পরিবেশনের দক্ষতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা স্থান পায়।
কর্মশালায় ৩০ জনেরও অধিক প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।