শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে কাজ করছে ‘ভয়েস’

মুনডিডি: বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ দীর্ঘদিন থেকে দেশে মানবাধিকার অধিকার, প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে আসছে। দেশের বিভিন্ন স্থানেই তার মানুষের সচেতনা বাড়াতে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ আজ সোমবার এ প্রতিবেদককে বলেন, ‘ মানবাধিবার সংরক্ষণের বিষয়ে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছি। আমরা জানি এদেশে সাংবাদিকরাও অনেকসময় বিভিন্ন ধরণের নির্যাতন- নিপীড়নের শিকার হোন। এ বিষয়েও আমরা পাশে রয়েছি গণমাধ্যমকর্মীদের পাশে। কারণ সংবাদপত্রকে বলা হয় চতুর্থ রাষ্ট্র। এটিও আমরা স্বাধীনভাবে দেখতে চাই।’

তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারী বেসরকারী গবেষনা সংগঠন ‘ভয়েস’ এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।জামালপুরে ‘মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষন: মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, আর্টিকেল ১৯’র দক্ষিন এশিয়া আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, সাংবাদিক সালিম সামাদ, সাংবাদিক ও প্রশিক্ষক রফিকুল মন্টু, প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী ও আফতাব খান শাউন প্রমুখ।

কর্মশালায় জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেট নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ তৈরী ও পরিবেশনের দক্ষতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা স্থান পায়।

কর্মশালায় ৩০ জনেরও অধিক প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়