শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের দুজনের মৃত্যু, অসুস্থ ৩

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। ওই রোগে অসুস্থ হয়ে পরিবারের আরও তিন জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। তারা প্রতিবেশীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সেলিনা পারভীন লাভলি পরিবারের বরাত দিয়ে বলেন, ‘হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। পরে রবিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।’

হাসপাতালে ভর্তি আছেন নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার নামে আরেক সদস্য।

ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ‘এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ অনুসন্ধানে পরিদর্শন করেছেন। কী কারণে তারা মারা গেলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন।

উল্লেখ্য, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়