শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের দুজনের মৃত্যু, অসুস্থ ৩

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। ওই রোগে অসুস্থ হয়ে পরিবারের আরও তিন জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। তারা প্রতিবেশীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সেলিনা পারভীন লাভলি পরিবারের বরাত দিয়ে বলেন, ‘হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। পরে রবিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।’

হাসপাতালে ভর্তি আছেন নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার নামে আরেক সদস্য।

ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ‘এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ অনুসন্ধানে পরিদর্শন করেছেন। কী কারণে তারা মারা গেলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন।

উল্লেখ্য, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়