শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে এক পরিবারের দুজনের মৃত্যু, অসুস্থ ৩

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। ওই রোগে অসুস্থ হয়ে পরিবারের আরও তিন জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। তারা প্রতিবেশীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

স্থানীয় স্কুল শিক্ষক সেলিনা পারভীন লাভলি পরিবারের বরাত দিয়ে বলেন, ‘হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরের দিনই শনিবার রাতে বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। পরে রবিবার ভোরে তার মৃত্যু হয়। এরপর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।’

হাসপাতালে ভর্তি আছেন নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার নামে আরেক সদস্য।

ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ‘এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ওই গ্রামে গিয়ে কারণ অনুসন্ধানে পরিদর্শন করেছেন। কী কারণে তারা মারা গেলেন এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন।

উল্লেখ্য, গত বছর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়