শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষার জন্য জীবন, নৌকার জন্য প্রাণ একমাত্র বাঙালিই দিতে পেরেছিলো, ২১ তোমায় সালাম

 

রবিউল আলম : বাঙালির গর্বের বিষয়, অহংকারের বিষয় ২১ আজ আন্তর্জাতিক ভাষা দিবস। ভাষার জন্য জীবন দিতে পারে, দিয়েছে। রক্ত দিয়ে কেনা আমার এই মুখে ভাষা, বিশ্ব অবাক হয়ে দেখলো। আমার ভাষাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে গ্রহণ করলো। একুশের প্রহরে আমরা মালা আর তোড়া নিয়ে হাজির হই শহীদ বেদীতে। বিশ্ব হাজির হয় আমাদের সঙ্গে। আমরা ভাষা সৈনিকদের জন্য গর্ব অনুভব করি। গর্বিত হয় বাঙালি জাতি। নৌকার জন্য প্রাণ দিয়েছে এই বাঙালি, আজ আমরা স্বাধীন জাতি, বাঙালির জন্য একটা দেশ হয়েছে। হোক না ছোট্ট। বিশ্ব মানচিত্রে একটা স্থান তো আছে। আমি আমার পরিচয় দিতে পারি। আমার ঠিকানা বলতে পারি। যারা আমার মুখে ভাষা ও মানচিত্র দিয়ে গেলো, তাদের আমরা কি দিতে পেরেছি? কি দিচ্ছি?
এখনো শুনতে হয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে, বিচার হয় তো পাবে, মুক্তিযোদ্ধার সম্মানের কথা আমাদের বিবেচনায় আসে না কেন, যারা আমার দেশের জন্য জীবন যৌবন দিয়ে গেলো। রাজাকারের রক্ত এখনো প্রবাহিত হচ্ছে এই বাংলার পবিত্র মাটিতে। ভাষা সৈনিক দু-চারজন যাও বেঁচে আছেন তাদের আমরা কতোটুকু সম্মান করতে পেরেছি? মিডিয়া দেখতে হচ্ছে এখনো অনেক ভাষা সৈনিকের পরিচয়ও আমরা জানতে পারলাম না। মিডিয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন ৬৮তম ভাষা দিবসেও দেখতে হচ্ছে। জাতি হিসেব গর্বের নয়। গর্ব করার একটা ভাষা দিবস। গর্ব করার একটা স্বাধীনতা দিবসে কবে আসবে। কবে আমরা রাজাকার মুক্ত, বিদেশমুক্ত দিবসগুলো পালন করতে পারবো? ভাষা আর স্বাধীনতা দিবস বাঙালি ঐক্যবদ্ধ একমঞ্চে, একই সুরে গাইবে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমার সোনার বাংলার গান, সেদিন হবে আমাদের স্বার্থকতা। শেখ হাসিনা আছে বলেই আশার বাঁশি হাতে নিয়ে এখনো বেঁচে আছি। লেখক : মহাসচিব বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়