শরীফ শাওন : পুরনো নীল রঙের বিএমডব্লিউ ৭ বিক্রি করে চেরি রঙের নতুন মডেলের বিএমডব্লিউ এক্স ৪ কিনেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, কয়েকদিন আগেই কলকাতায় এই নতুন মডেলের গাড়িটি এসেছে। গাড়ি নিয়ে তিনি সিএবিতে আসলে কর্মকর্তারা সৌরভকে শুভেচ্ছা জানান। নম্বর প্লেটটি দিল্লির, ধারনা করা হচ্ছে গাড়িটি সেখান থেকে কেনা।