শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নাগরিকত্বের আবেদন করেছেন ক্যারিবিয় তারকা স্যামি

রাকিব উদ্দীন : নিরাপত্তা নিয়ে পাকিস্তানে যেতে ভয় পান প্রায় সগুলো ক্রিকেটখেলুড়ে দেশ। কিন্তু এ পাকিস্তানেরই নাগরিক হতে চেয়ে বিস্ময় জাগিয়েছেন ক্যারিবিয় তারকা ক্রিকেটার ড্যারেন স্যামি। দেশটির নাগরিক হতে চেয়ে আবেদনও করেছেন তিনি।

কয়েকদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া লিগ পাকিস্তান সুপার লিড় (পিএসএল)। বিদেশের প্রায় ৩৬ ক্রিকেটার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাড়ি জমিয়েছেন পাকিস্তানে। তবে তাদের মধ্যে বেশি উল্লেখযোগ্য স্যামির নাম।

স্যামি পাকিস্তানে এতটাই মজেছেন যে, দেশটির নাগরিকই হয়ে যেতে চাইছেন। নাগরিকত্ব চেয়ে তিনি আবেদনও করেছেন বলে জানিয়েছেন পিএসএলের স্যামির দল পেশোয়ার জালমির ফ্র্যাঞ্চাইজি মালিক জাভেদ আফ্রিদি।

জাভেদও অবশ্য এতে বেশ খুশি। পিসিবির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন দ্রুতই গ্রহণ করা হয়। তিনি বলেন, ‘আমরা ড্যারেন স্যামির জন্য পাকিস্তানের সম্মানসূচক নাগরিকত্বের অনুরোধ করেছি। আবেদনটি বর্তমানে রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে। আমি পিসিবি চেয়ারম্যানকে অনুরোধ করছি- স্যামির পক্ষে একটি ভালো ধারণা পেশ করার জন্য, যাতে এটি অনুমোদিত হতে পারে।’

পিএসএল ও পাকিস্তানের প্রতি স্যামির নিবেদন তুলে ধরে পিএসএলের অন্যতম সফল দলটির মালিক বলেন, ‘যখন পিসিবি লাহোরে দ্বিতীয় পিএসএলের ফাইনাল আয়োজনের চেষ্টা করছিল তখন স্যামির বার্তাগুলো পাকিস্তানের পক্ষে খুব উপকারী ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়