শিরোনাম
◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে খেলবেন না মাহমুদউল্লাহ

রাকিব উদ্দীন : পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দফায় সফরে একটি ওয়ানডে ম্যাচ ও একটি টেস্ট খেলে সিরিজ শেষ করবে বাংলাদেশ দল। তবে এ সফরে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পারিবারিক কারণে মৌখিকভাবে ছুটির কথা বিসিবিকে জানিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে চাইলে তাকে পাওয়া যাবে না একমাত্র ওয়ানডেতে। বিষয়টি জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রিয়াদের স্ত্রীর তখন সন্তান জন্ম দেয়ার সময় এবং সে ওই সময়টাতে স্ত্রীর কাছে থাকতে চায়। সভায় সে এই বিষয়ে মৌখিকভাবে জানিয়েছে। যদি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে রিয়াদ থাকতে না পারে তাহলে তাকে আনুষ্ঠানিকভাবে আবেদনের মাধ্যমে জানাতে হবে। বোর্ড যদি তাকে ছুটি দেয় তখন সেভাবেই আমরা দল নির্বাচন করব।’

কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ছুটি নিতে হলে ক্রিকেটারদের ছয় মাস আগে জানাতে হবে। তবে রিয়াদ তা করেননি। সিরিজের মাত্র কয়েকদিন আগেই ছুটির কথা জানান তিনি। এখন রিয়াদের ছুটি মঞ্জুর হবে কিনা সেটাও একটা বিষয়।

প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক রিয়াদকে টেস্ট দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে। এখন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে বহাল আছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেট ছেড়ে তাকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়