শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জ্বলে উঠলো ৫২শ’ মোমবাতি

নিউজ ডেস্ক : ফালগুনের পড়ন্ত বিকেল শহীদ মিনার চত্বর জুড়ে ভিড়। মিনার প্রাঙ্গনে চলছে মহান ভাষা দিবসের সাংস্কৃতিক পরিবেশনা। যশোর সেনানিবাসের প্রয়াস স্কুলের নৃত্য পরিবশেনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বাংলানিউজ২৪

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাট ভাষা শহীদদের বিশেষভাবে শ্রদ্ধা জানাতে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

সংগঠনটির উদ্যোগে একুশের প্রথম প্রহরে ৫২শ’মোমবাতি প্রজ্বলন, আলোচনাসভা, আলপনা আঁকার মধ্য দিয়ে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ ৫২'র একুশে ফেব্রুয়ারির সব শহীদের স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

একুশের চেতনার মধ্য দিয়ে জাতীয়তাবাদের যে বীজ বপন করা হয়েছিল। এদেশের স্বাধীনতার মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছিল। একুশ স্বাধীন একটি ভূ-খণ্ডের প্রথম সোপান। একুশের চেতনা নিয়েই আমরা স্বাধীনতার পথে এগিয়েছি এবং দেশ স্বাধীন করেছি। তাই একুশ আমাদের জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।

চাঁদের হাটের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য ড. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোর পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মহিলা পরিষদ যশোরের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, চাঁদেরহাট যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

শেষ পর্বে ছিল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে আলপনা আঁকা। রঙ তুলির আঁচড়ে উঠে আসে একুশের ভাষাশহীদদের কথা। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়