শিরোনাম
◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক : গত বছরটা ভালো যায়নি বাংলাদেশ দলের। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার এবং টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুলরা। এরপর পাকিস্তান সফরে একই হাল। দলের এমন পারফরমেন্সে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘কয়েকদিন ধরে মিডিয়াতে যা দেখছি, কথাবার্তা যা শুনছি, ধরে এমন ভাব হচ্ছে- জিম্বাবুয়ের সাথে জিতে আবার কী জানি হয়ে যাবে। আরে, জিতো আগে! ভাবটা মনে হচ্ছে জিতেই গেছে। যে খেলা দেখে এসেছি। তাতে করে জেতার আশা মনের মধ্যে রাখি না।’

তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে। দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরমেন্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলবো আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’

পাপনের ভাষ্য, ‘সম্পূর্ণ নতুন মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। সিনিয়রদের মূল দায়িত্ব নিতে হবে। শুধু অধিনায়ক পারবে না। মুমিনুল একেবারেই নতুন। সেও তো একটু লাজুক প্রকৃতির, একটু নরম। তামিম-মুশফিক ওদের বলেছি, টিম এফোর্টের জন্য তোমাদের অন্যদেরকে সাহস দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়