শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক : গত বছরটা ভালো যায়নি বাংলাদেশ দলের। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার এবং টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুলরা। এরপর পাকিস্তান সফরে একই হাল। দলের এমন পারফরমেন্সে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘কয়েকদিন ধরে মিডিয়াতে যা দেখছি, কথাবার্তা যা শুনছি, ধরে এমন ভাব হচ্ছে- জিম্বাবুয়ের সাথে জিতে আবার কী জানি হয়ে যাবে। আরে, জিতো আগে! ভাবটা মনে হচ্ছে জিতেই গেছে। যে খেলা দেখে এসেছি। তাতে করে জেতার আশা মনের মধ্যে রাখি না।’

তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে। দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরমেন্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলবো আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’

পাপনের ভাষ্য, ‘সম্পূর্ণ নতুন মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। সিনিয়রদের মূল দায়িত্ব নিতে হবে। শুধু অধিনায়ক পারবে না। মুমিনুল একেবারেই নতুন। সেও তো একটু লাজুক প্রকৃতির, একটু নরম। তামিম-মুশফিক ওদের বলেছি, টিম এফোর্টের জন্য তোমাদের অন্যদেরকে সাহস দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়