শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বিসিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক : গত বছরটা ভালো যায়নি বাংলাদেশ দলের। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার এবং টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুলরা। এরপর পাকিস্তান সফরে একই হাল। দলের এমন পারফরমেন্সে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের আশা করেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘কয়েকদিন ধরে মিডিয়াতে যা দেখছি, কথাবার্তা যা শুনছি, ধরে এমন ভাব হচ্ছে- জিম্বাবুয়ের সাথে জিতে আবার কী জানি হয়ে যাবে। আরে, জিতো আগে! ভাবটা মনে হচ্ছে জিতেই গেছে। যে খেলা দেখে এসেছি। তাতে করে জেতার আশা মনের মধ্যে রাখি না।’

তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে। দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরমেন্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলবো আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’

পাপনের ভাষ্য, ‘সম্পূর্ণ নতুন মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। সিনিয়রদের মূল দায়িত্ব নিতে হবে। শুধু অধিনায়ক পারবে না। মুমিনুল একেবারেই নতুন। সেও তো একটু লাজুক প্রকৃতির, একটু নরম। তামিম-মুশফিক ওদের বলেছি, টিম এফোর্টের জন্য তোমাদের অন্যদেরকে সাহস দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়