শিরোনাম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনিতে এক ঝড়ে ৬০ হাজারের বেশি বজ্রপাত

আসিফুজ্জামান পৃথিল : দাবানলের পর বড় ধরনের ঝড়বৃষ্টির কবলে পড়েছে অস্ট্রেলিয়া। গত কয়েক সপ্তাহের ভারি বৃষ্টি ও বন্যায় নিভে গেছে অধিকাংশ আগুন। বিবিসি

মঙ্গলবার এক ভয়ানক বজ্র ঝড়ের মুখে পরে নিউ সাউথ ওয়েলস এর রাজধানী সিডনি। একটি ঝড়েই এই অঞ্চলে ৬০ হাজারেরও বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে।

একটি বিমানে করে সিডনির উপরে দিয়ে যাচ্ছিলেন পল ডেভিস নামে এক ব্যক্তি। এসময় এই ঝড়ের কবলে পড়ে তার বিমান। তিনি পুরো ঘটনাটি ভিডিও করলে দ্রুতই তা অনলাইনে ছড়িয়ে পড়ে।

পল ডেভিস জানিয়েছেন, তিনি কখনই এতো ভয়ানক ঘটনা দেখেননি। তাদের ছোট্ট বিমানের চারপাশে একের পর এক বজ্র পাত হচ্ছিলো।

ডেভিস জানান, তাদের পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমান উড়িয়েছেন। তাই সব কজন যাত্রীই হালকা মেজাজে ছিলেন। কেউ আতঙ্কিত পর্যন্ত হননি। বিমানের ক্যাপ্টেন জানান, তিনি তার পুরো জীবনে এতো ভয়ানক ঝড় আর দেখেননি। অবশ্য এতো গুলো বজ্রপাতের পরেও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়