শিরোনাম
◈ পাজর থেত‌লে দেয়ার অ‌ভি‌যোগ, চো‌খের নি‌চে ও কপা‌লে আঘা‌তের চিহ্ন নিয়ে আদালতে হাজিরা দিলেন মাদুরোর স্ত্রী ◈ ট্রা‌ম্পের ম‌স্তিস্ক অচল, যুক্তরাষ্ট্র ভয়াবহ স্বৈরশাসকের হাতে আটকা পড়েছে: ব্রিটিশ গবেষক ◈ জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন ◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি, জানালেন পাপন

আক্তারুজ্জামান : আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ মার্চ থেকে শুরু হবে ওডিআই সিরিজ। এ সিরিজে টাইগারদের নেতৃত্ব থাকছে মাশরাফি বিন মুর্তজার কাঁধেই। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকে আগেই বিদায় নিয়েছেন মাশরাফি। ওয়ানডে দলের অধিনায়কত্ব পালন করলেও ২০১৯  বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামেননি ক্যাপ্টেন ম্যাশ। তবে বিপিএলে খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। দীর্ঘদিন পর আগামী মাসে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বর্তমান সাংসদের ভূমিকায় থাকা মাশরাফিকে।

অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় মাশরাফিকে অবসরে যাওয়ার কথা বলছিলেন অনেকেই। ইতিমধ্যে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। অনেকে আশঙ্কা করছেন এ সিরিজটি হতে পারে মাশরাফির ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ঘরের মাঠে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দেয়া হবে এমন কথা বলেছিলেন বিসিবির একাধিক কর্তা। তাই জিম্বাবুয়ে সিরিজেই সে আয়োজন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়