শিরোনাম
◈ নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না: মির্জা ফখরুল ◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি, জানালেন পাপন

আক্তারুজ্জামান : আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপরই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ মার্চ থেকে শুরু হবে ওডিআই সিরিজ। এ সিরিজে টাইগারদের নেতৃত্ব থাকছে মাশরাফি বিন মুর্তজার কাঁধেই। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকে আগেই বিদায় নিয়েছেন মাশরাফি। ওয়ানডে দলের অধিনায়কত্ব পালন করলেও ২০১৯  বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের জার্সিতে আর মাঠে নামেননি ক্যাপ্টেন ম্যাশ। তবে বিপিএলে খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। দীর্ঘদিন পর আগামী মাসে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বর্তমান সাংসদের ভূমিকায় থাকা মাশরাফিকে।

অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় মাশরাফিকে অবসরে যাওয়ার কথা বলছিলেন অনেকেই। ইতিমধ্যে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। অনেকে আশঙ্কা করছেন এ সিরিজটি হতে পারে মাশরাফির ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ঘরের মাঠে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দেয়া হবে এমন কথা বলেছিলেন বিসিবির একাধিক কর্তা। তাই জিম্বাবুয়ে সিরিজেই সে আয়োজন হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়