শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝালকাঠিতে ৪৭ পিস ইয়াবা টেবলেটসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি: সোমবার রাত সাড়ে ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় ৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৪০০ টাকাসহ এক ইউপি সদস্য এবং তার ৭ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

গোপন সংবাদে নলছিটি উপজেলার আমিরাবাদ গ্রামের একটি নির্মাণাধীন একতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় র‌্যাব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল মোন্নাফ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নলছিটি উপজেলার উত্তর মগর গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে এবং মগড় ইউপি সদস্য মো. জসিম হাওলাদার (২৮), আমিরাবাদ গ্রামের প্রয়াত সকান্দার খানের ছেলে মো. জামাল খান (৬০), আমিরাবাদ গ্রামের প্রয়াত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), উত্তর মগর গ্রামের মোতালেব হাওলাদারে ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ গ্রামের প্রয়াত ইনসাফ আলী তালুকদারের ছেলে মো. জলিল তালুকদার (৬২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার টেংরাখালী গ্রামের প্রয়াত নুরুল হক মৃধার ছেলে মো. কামরুল ইসলাম (৩৯), বরিশাল শহরের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৪০) ও পূর্ব রায়াপুর বটতলার তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

র‍্যাব জানায়, গ্রেপ্তাররা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪০০ টাকা, ১২টি মোবাইল এবং ১৯টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়