শিরোনাম
◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও) ◈ তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বাজে পারফরম্যান্সের পর দলটিকে ঠিক করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছিলো দেশটির ক্রিকেট বোর্ড। দলের কোচের দায়িত্ব পেয়েছেন মার্ক বাউচার, বোলিং কোচ হিসেবে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গেছেন শার্ল ল্যাঙ্গাভেল্টকে আর বোর্ডে কর্মরত আছেন গ্র্যায়াম স্মিথ। দলের পরিকল্পনায় এবার সব ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসি। এখন থেকে ব্যাটসম্যান হয়েই খেলবেন তিনি।

যদিও য়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন গত মাসেই, নিজে বিশ্রাম নেওয়ার কারণে দায়িত্ব পড়ে কুইন্টন ডি ককের ওপর। তবে এবার পুরোপুরিই ছেড়ে দিলেন তিন ফরম্যাটের দায়িত্ব। ওয়ানডের দায়িত্ব আগেই ছাড়লেও এবার ছাড়লেন টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্বও।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ডু প্লেসির বদলে ডি ককই অধিনায়কের ভূমিকা পালন করেছেন। ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব নেওয়ার পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১১২টি ম্যাচে অধিনায়ক ছিলেন ডু প্লেসি।

আর এবার শেষ পর্যন্ত তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন ডু প্লেসি। এ ব্যাপারে প্রোটিয়াদের কোচ মার্ক বাউচার বলেন, ‘এটা আমার জন্য অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তবে দলের জন্য যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত।’

আর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ডু প্লেসি জানান, ‘শেষ কয়েক সপ্তাহ বিশ্রামে কাটানোর সময় আমি অনেক কিছু নিয়ে ভেবেছি। আর সেখান থেকেই আমি বুঝতে পেরেছি নিজের দেশকে নেতৃত্ব দেওয়া কতটা মর্যাদার। আমি আমার দেশকে নেতৃত্ব দেওয়াতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়