শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বাজে পারফরম্যান্সের পর দলটিকে ঠিক করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছিলো দেশটির ক্রিকেট বোর্ড। দলের কোচের দায়িত্ব পেয়েছেন মার্ক বাউচার, বোলিং কোচ হিসেবে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গেছেন শার্ল ল্যাঙ্গাভেল্টকে আর বোর্ডে কর্মরত আছেন গ্র্যায়াম স্মিথ। দলের পরিকল্পনায় এবার সব ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়লেন ডু প্লেসি। এখন থেকে ব্যাটসম্যান হয়েই খেলবেন তিনি।

যদিও য়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন গত মাসেই, নিজে বিশ্রাম নেওয়ার কারণে দায়িত্ব পড়ে কুইন্টন ডি ককের ওপর। তবে এবার পুরোপুরিই ছেড়ে দিলেন তিন ফরম্যাটের দায়িত্ব। ওয়ানডের দায়িত্ব আগেই ছাড়লেও এবার ছাড়লেন টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্বও।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ডু প্লেসির বদলে ডি ককই অধিনায়কের ভূমিকা পালন করেছেন। ২০১২ সালে প্রথম টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব নেওয়ার পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১১২টি ম্যাচে অধিনায়ক ছিলেন ডু প্লেসি।

আর এবার শেষ পর্যন্ত তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন ডু প্লেসি। এ ব্যাপারে প্রোটিয়াদের কোচ মার্ক বাউচার বলেন, ‘এটা আমার জন্য অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল। তবে দলের জন্য যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত।’

আর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে ডু প্লেসি জানান, ‘শেষ কয়েক সপ্তাহ বিশ্রামে কাটানোর সময় আমি অনেক কিছু নিয়ে ভেবেছি। আর সেখান থেকেই আমি বুঝতে পেরেছি নিজের দেশকে নেতৃত্ব দেওয়া কতটা মর্যাদার। আমি আমার দেশকে নেতৃত্ব দেওয়াতে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়