শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সিন্ডিকেটের পকেটে চলে গেছে

মুনশি জাকির হোসেন : দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সিন্ডিকেটের পকেটে চলে গেছে, শেয়ার বাজার/ব্যাংকিং খাত সেটিই নির্দেশ করছে। যাদের প্রয়োজন তারা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে হাজারো কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অথচ সেই একই ব্যাংক থেকে দুর্বৃত্তের দল হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পরিস্থিতি এতোটাই খারাপ যে, একজন ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হলে ব্যাংক সেই জমি বিক্রি করতে যেয়ে দেখে সেই জামানত দেওয়া জমি মূলত গোরস্থানের জায়গা। অর্থাৎ গোরস্থানের জমি দেখিয়েও ব্যাংক লুটপাট করা হচ্ছে।

আরেক নৈরাজ্যকর আর্থিক প্রতিষ্ঠান হলো শেয়ার মার্কেট। এখানেও দেদারছে ডাকাতি চলছে। ভুয়া প্রতিষ্ঠানকে লাভজনক দেখিয়ে, জাল কাগজপত্র তৈরি করে বিভিন্ন খাত দেখিয়ে আইপিও, রাইট শেয়ারের নামে লুটপাট চলছে গত এক দশকের বেশি সময় ধরে। কিছুদিন পরই সেই কোম্পানির প্রকৃত চেহারা সামনে চলে আসছে। আমজনতা শেয়ার কিনে রামধরা খাচ্ছে। কর্তারা বলছেন, জনগণ বোকা। তারা নাকি না বুঝে শেয়ার ব্যবসা করে। অথচ যারা জালিয়াতি করছে তাদের কিছুই হচ্ছে না। এ সব অনিয়ম বন্ধের পরিবর্তে সঞ্চয়পত্রের সুদ কমিয়ে, কর আরোপ করে বিভিন্ন সময়ে গরিব/মধ্যবিত্ত মারার ফাঁদ তৈরি চলছে বেশ জোরেশোরে। উপরের ঘটনাগুলো নির্দেশ করছে, বাংলাদেশ ক্রমশই পুঁজিবাদের ভেতরে চলে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়