শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেদন করলেই যে খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাবেন বিষয়টি সেরকম নয়, বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

সালেহ্ বিপ্লব : তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আদৌ প্রয়োজন আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ তিনি বঙ্গবন্ধু মেডিকেলে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যাগুলো বহু পুরনো, সেগুলোকেই ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব নুরুচ্ছাফা তালুকদারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ড. হাছান মাহমুদ। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জেলা পিপি এডভোকেট মরহুম নুরুচ্ছাফা তালুকদার তথ্যমন্ত্রীর পিতা।

এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও এডভোকেট নিখিল কুমার নাথের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। নুরুচ্ছাফা তালুকদারের সহধর্মিনী এডভোকেট কামরুননাহার বেগম সভায় বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা বিএনপির নেই। তাকে মুক্ত করতে হলে আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী যদি জিঘাংসার রাজনীতি করতেন তাহলে খালেদা জিয়া এখন কারাগারেই থাকতেন। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকতেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়