শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ঋনগ্রস্থ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেমরা প্রতিনিধি: শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সারুলিয়া ওয়াসা রোডের হাজী সরদার আলীর টিনসেড বাড়ীতে মো. শাওন (১৯) নামে ঋনগ্রস্থ এক দিনমজুর কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জানা যায়, রাজধানীর ডেমরায় মৃত মো. বশির উদ্দিন রোডে ভাড়া বাড়ীতে থাকতো। সে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আজিমপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের পরিবার ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে শাওন প্রেম করে আরিফা (১৮) নামের এক গার্মেন্টকর্মীকে বিয়ে করেন। এতে শাওনের পরিবার প্রায় ১ লক্ষ টাকা ঋনগ্রস্থ হন। গত দেড় মাস আগে শাওন তার স্ত্রীসহ পরিবার থেকে ভিন্ন হন। এদিকে কর্মহীন থাকায় ছেলেটি পারিবারিক ওই ঋন নিয়ে সবসময় হতাশাগ্রস্থ থাকতেন।

আরও জানা যায়, শনিবার সকালে আরিফা যথারীতি গার্মেন্টে কাজে যান। ওই দিন সন্ধ্যায় তিনি বাসায় ফিড়ে দেখেন তাদের ঘর ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে মেয়েটি জানালায় উঁকি দিয়ে দেখেন শাওন ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে।
এ ঘটনায় পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে মৃতের বাবা শনিবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. সিদ্ধিকুর রহমান। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়