শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ঋনগ্রস্থ দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেমরা প্রতিনিধি: শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সারুলিয়া ওয়াসা রোডের হাজী সরদার আলীর টিনসেড বাড়ীতে মো. শাওন (১৯) নামে ঋনগ্রস্থ এক দিনমজুর কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

জানা যায়, রাজধানীর ডেমরায় মৃত মো. বশির উদ্দিন রোডে ভাড়া বাড়ীতে থাকতো। সে বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আজিমপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের পরিবার ও ডেমরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে শাওন প্রেম করে আরিফা (১৮) নামের এক গার্মেন্টকর্মীকে বিয়ে করেন। এতে শাওনের পরিবার প্রায় ১ লক্ষ টাকা ঋনগ্রস্থ হন। গত দেড় মাস আগে শাওন তার স্ত্রীসহ পরিবার থেকে ভিন্ন হন। এদিকে কর্মহীন থাকায় ছেলেটি পারিবারিক ওই ঋন নিয়ে সবসময় হতাশাগ্রস্থ থাকতেন।

আরও জানা যায়, শনিবার সকালে আরিফা যথারীতি গার্মেন্টে কাজে যান। ওই দিন সন্ধ্যায় তিনি বাসায় ফিড়ে দেখেন তাদের ঘর ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে মেয়েটি জানালায় উঁকি দিয়ে দেখেন শাওন ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে।
এ ঘটনায় পুলিশ খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে মৃতের বাবা শনিবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. সিদ্ধিকুর রহমান। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়