শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৯ মিনিটে ৮ গোল করে বুন্দেসলিগার সেরা ফুটবলার নির্বাচিত হলেন হ্যালান্ড

রাকিব উদ্দীন : চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করে বড় বড় ক্লাবগুলোর নজরে আসেন নরওয়ের তরুণ ফরোয়ার্ড আর্লিং হ্যালান্ড। জায়ান্ট ক্লাবগুলোর মুখের খাওয়ার শেষ পর্যন্ত কেড়ে নিয়ে হ্যালান্ডকে দলে ভিড়িয়ে চমক দেখালো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। আর বুন্দেসলিগায় খেলতে নেমেই ৫ ম্যাচে ৮ গোল করে যোগ্যতার জানান দেন নরওয়ের এ ইয়ংস্টার। এবার লিগটির সেরা ফুটবলারের তকমা গায়ে মেখে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

সালসবুর্গ রেডবুল থেকে মাত্র ১৭ মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ডে পাড়ি জমিয়ে অভিষেক ম্যাচে মাত্র ৩৪ মিনিট খেলেই হ্যাটট্রিক করেন হ্যালান্ড। দলকে বড় ব্যবধানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এখানেই থেমে যাননি তিনি। ইয়োলো ওয়ালের হয়ে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৫ মিনিট খেলে জোড়া গোল করেন নরওয়ের এ তরুণ।

ডর্টমুন্ডের হয়ে বুন্দেস লিগায় জানুয়ারি মাসে হ্যালান্ড মাত্র দু'টি ম্যাচে ৫৯ মিনিট খেলে নামের পাশে যোগ করনে ৫টি গোল। অর্থাৎ প্রতি ১২ মিনিটেরও কম সময়ে একটি করে গোল করেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের দরুণ লিগটির সেরা পারফর্মার হিসেবে নিজের নাম তুলে নেন শীর্ষে। আর লিগের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় তার নাম।

এখন পর্যন্ত ডর্টমুন্ডের হয়ে ৫টি লিগ ম্যাচে মাঠে নামেন হ্যালান্ড। নামের পাশে ৮টি গোলের পাশে যোগ করেন একটি অ্যাসিস্টও। চলতি মৌসুমে এখন পর্যন্ত রেডবুল সালসবুর্গ এবং বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ২৮ ম্যাচে ৩৭টি গোল করেছেন নরওয়ের এ ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়