শিরোনাম
◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ ◈ বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের ৩ সদস্য নিহত ◈ সৌদি বাদশাহ সালমান অসুস্থ, নেওয়া হয়েছে ক্লিনিকে ◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার সময়ে এরশাদের খারাপ অবস্থা দেখেছি, বললেন গোলাম মাওলা রনি

নিউজ ডেস্ক: বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এরশাদের অবস্থা বর্তমান খালেদা জিয়ার অবস্থার চেয়েও খারাপ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, জাতীয় পার্টির ওপর যে আক্রমণ হচ্ছে, তার অর্ধেক স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির ওপর হয়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘আমার দেখা এরশাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় রনি বলেন, ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি জাতীয় পার্টির ওপর যে আক্রমণ হচ্ছে, তার অর্ধেক আক্রমণ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ওপর হয়নি। অর্ধেক অপমান-লাঞ্ছনা বিএনপির ওপর আসেনি।

তিনি আরও বলেন, আমাদের খালেদা জিয়া এখন কারাগারে আছেন, হাসপাতালে আছেন। এটা খুবই নির্মম তার বয়সের বিবেচনায়। কিন্তু ওনার সময় এরশাদ সাহেব যখন জেলে ছিলেন, সেখানে আরও খারাপ অবস্থা আমরা দেখতে পেয়েছি।

গোলাম মাওলা রনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ অনেক ভালো কাজ করেছেন। কিন্তু আমরা তার সম্পর্কে কিছু শোনা কথা, মন্দ কথা মনের মধ্যে রেখে দিয়েছি। আর তার যে ভালো ভালো কাজ সেগুলো মনে রাখিনি। প্রশাসনিক বিভাজনের ক্ষেত্রে তার যে অসাধারণ চিন্তা ছিল। বিশেষ করে তিনি জীবনের শেষদিন পর্যন্ত আমাদের প্রাদেশিক সরকারের কথা বলেছেন। এটা আর কোনো রাজনীতিবিদ বলেননি। এটা হয়তো আরও পরে বাস্তবায়ন হবে। কিন্তু ওনি আমাদের চিন্তা-চেতনা থেকে অন্তত ৫০ বছর এগিয়ে ছিলেন। সময়নিউজডটটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়