শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশ না হয়ে আত্মবিশ্বাসী হতে শিক্ষার্থীদের আহবান জানালেন ডিএমপি কমিশনার

ইসমাঈল হুসাইন ইমু : শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ কনফারেন্স লাউঞ্জে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) কর্তৃক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের সময় একথা বলেন ডিএমপি কমিশনার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, শিক্ষা জীবনে নিজেকে এমনভাবে তৈরি করবে যেন চাকরি তোমার পেছনে দৌঁড়াবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিষয়ে কারও কোন প্রশ্ন নেই। বর্তমানে বিসিএস ক্যাডারে শতকরা ৬০ ভাগের বেশি ঢাবির শিক্ষার্থী। যদি তোমার মধ্যে এই বিশ্বাস থাকে আমি পারব, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তোমরা কখনও স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তির খপ্পরে পড়বে না।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মাঝ থেকে ভবিষৎ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা বেরিয়ে আসবে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমাকে নিয়ে সবাই গর্ব করে। সবসময় মাদক ও জঙ্গিবাদ থেকে নিজেকে ও বন্ধুদের দূরে রাখবে। যারা শিক্ষাবৃত্তির আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে ডুসাকের শিক্ষাবৃত্তিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী মো. আলী আজগর টগর, ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক আহমেদ পিপুল, সংগঠনের সভাপতি নাজমুল হোসাইন।

ডুসাক প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২০ বছর যাবৎ চুয়াডাঙ্গা জেলার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করছে। ২০২০ সালে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়াও ৫ জন মেধাবী আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাজীবনের শেষ পর্যন্ত মাসিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়