শিরোনাম
◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের সুবিধা ও গতি আনতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের দপ্তর রদবদল করতে পারেন, বললেন ওবায়দুল কাদের

সমীরণ রায় : শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মন্ত্রিসভা সম্প্রসারিত হবে কি-না, বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে আমি কিছুই জানি না।

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার নওফেল পদত্যাগ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন করবেন কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, এ বিষয়ে তার কোনো আগ্রহ নেই। চট্টগ্রাম সিটি করপোরেশনে ও পাচটি সংসদীয় আসনে কে মনোনয়ন পাবেন তা মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত করা হবে। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসুন, নেতিবাচক রাজনীতি পরিহার করি। সংশয়, সন্দেহ, বিদ্বেষের দেয়াল ভেঙে সমঝোতার সেতু তৈরি করি। আমরা চাই দেশের রাজনীতিতে সুন্দর কর্ম-সম্পর্ক পরিবেশ গড়ে উঠুক। বিদ্বেষ, আক্রশের রাজনীতির দেয়াল ভেঙে আমরা যেন কর্ম-সমঝোতার একটা সুন্দর সেতু নির্মাণ করতে পারি, দেশের রাজনীতিতে ইতিবাচক সুবাতাস বইয়ে দিতে পারি, সেটাই প্রত্যাশা।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়