দীপু তৌহিদুল : আগে শুনতাম দুই নৌকায় পা দিলে হড়কে পানিতে পড়ে যাওয়ার রিস্ক থাকে। তখন কিন্তু এতো এতো ভালো কোয়ালিটির আঠা ছিলো না। এখন কিন্তু অনায়াসে পায়ে আঠা মেখে দুই নৌকায় যে কেউ দাঁড়াতে সক্ষম, সক্ষমই শুধু নয় ধুমছে দাঁড়াচ্ছেনও অনেকেই। এ দেশে এতো আওয়ামী লীগ সমর্থক এখন দেখেন, কখনো ভাবছেন কীভাবে তারা সংখ্যায় এতো হয়েছে? যারা আজকে সংখ্যাটা বাড়িয়েছে তারা কি চিরকাল আওয়ামী লীগ করে যাবে? বিএনপি আমলেও মনে হয়েছিলো অনেক বিএনপি, অথচ বিএনপির দুর্দিনে সেই সংখ্যা ক্ষীণ, এতো ক্ষীণ যে তাদের দেখতে দুরবিন লাগে।
বুদ্ধিমান, দক্ষ, কূট, দেশপ্রেমিক নন এমন মানুষেরা সবসময় খুব হিসেব করে দাঁড়ায়। তারা জানে দুইটা থাকলে একটা ছুটে যাবে, আর ছুটে গেলে আরেকটা ঠিকই থেকে যাবে। আজকালকার মানুষ চরম ডিপ্লোম্যাটিক হয়ে গেছে, যেটা অতীতে থাকলেও এতোটা ছিলো না। সময় অতীত প্রবাদ চিন্তা ভাবনাকে একটা সময় প্রভাবিত করতে শুরু করে। ... প্রবাদ হিসেবে ‘দুই নৌকায় পা’ দেয়াটা যে ভুল। সেটা এই দেশের লোকজনই প্রমাণ করে দিয়েছে , দিচ্ছে। আঠার মান আগের চাইতেও খুব ভালো হয়েছে, এটা স্বীকার করতে হবে। ফেসবুক থেকে