শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ দেশে এতো আওয়ামী লীগ সমর্থক এখন, কখনো কি ভেবেছেন কীভাবে তারা সংখ্যায় এতো হয়েছে?

দীপু তৌহিদুল : আগে শুনতাম দুই নৌকায় পা দিলে হড়কে পানিতে পড়ে যাওয়ার রিস্ক থাকে। তখন কিন্তু এতো এতো ভালো কোয়ালিটির আঠা ছিলো না। এখন কিন্তু অনায়াসে পায়ে আঠা মেখে দুই নৌকায় যে কেউ দাঁড়াতে সক্ষম, সক্ষমই শুধু নয় ধুমছে দাঁড়াচ্ছেনও অনেকেই। এ দেশে এতো আওয়ামী লীগ সমর্থক এখন দেখেন, কখনো ভাবছেন কীভাবে তারা সংখ্যায় এতো হয়েছে? যারা আজকে সংখ্যাটা বাড়িয়েছে তারা কি চিরকাল আওয়ামী লীগ করে যাবে? বিএনপি আমলেও মনে হয়েছিলো অনেক বিএনপি, অথচ বিএনপির দুর্দিনে সেই সংখ্যা ক্ষীণ, এতো ক্ষীণ যে তাদের দেখতে দুরবিন লাগে।
বুদ্ধিমান, দক্ষ, কূট, দেশপ্রেমিক নন এমন মানুষেরা সবসময় খুব হিসেব করে দাঁড়ায়। তারা জানে দুইটা থাকলে একটা ছুটে যাবে, আর ছুটে গেলে আরেকটা ঠিকই থেকে যাবে। আজকালকার মানুষ চরম ডিপ্লোম্যাটিক হয়ে গেছে, যেটা অতীতে থাকলেও এতোটা ছিলো না। সময় অতীত প্রবাদ চিন্তা ভাবনাকে একটা সময় প্রভাবিত করতে শুরু করে। ... প্রবাদ হিসেবে ‘দুই নৌকায় পা’ দেয়াটা যে ভুল। সেটা এই দেশের লোকজনই প্রমাণ করে দিয়েছে , দিচ্ছে। আঠার মান আগের চাইতেও খুব ভালো হয়েছে, এটা স্বীকার করতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়