শিরোনাম
◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার রাতে লেবাননে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তারা।

নিহত দুইজন হলেন- গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) ও একই গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২২)। জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে আব্দুল্লাহ এবং দেড় বছর আগে মোজাম্মল লেবাননে যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আনু মিয়া বাংলানিউজকে জানান, দক্ষিণ লেবাননে ছুর এলাকার হারিফ নামে গ্রামে ফুলের বাগান পরিচর্যায় নিয়োজিত ছিলেন তারা। গত ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় দিনগত রাতে কাজ শেষে একই শয়ন কক্ষে যান আব্দুল্লাহ ও মোজাম্মেল। তীব্র শীতের কারণে তারা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সঠিক সময়ে ঘুম থেকে না উঠায় আশপাশের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতের ঢুকে ওই দু’জনের প্রাণহীন নিথর দেহ পাওয়া যায়।

নিহতদের নিকটাত্মীয় জাহাঙ্গীর আলম জানান, দরজা বন্ধ অবস্থায় ঘরে আগুন থাকায় অক্সিজেন প্রবেশ করেনি। এ কারণে তাদের দু’জনের মৃত্যু হয়েছে বলে লেবানন থেকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতরা যে লোকটির অধীনে কাজ করতেন তিনিই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়