শিরোনাম
◈ নির্বাচন ঘনিয়ে আসছে, তফসিল ঘোষণার আগে দেশে রাজনৈতিক অস্থিরতা ◈ ব্যাংক খাতে কোটিপতি হিসাব বৃদ্ধি; তিন মাসে যুক্ত হলো আরও ৭৩৪টি হিসাব ◈ বাংলাদেশকে ২০২৯ পর্যন্ত যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত: ব্রিটিশ হাইকমিশনার ◈ নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন ◈ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক চিকিৎসক ◈ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে : প্রধান উপদেষ্টা ◈ ধর্ম অবমাননার অভিযোগের শিশির মনিরের বিরুদ্ধে মামলা ◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার রাতে লেবাননে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তারা।

নিহত দুইজন হলেন- গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) ও একই গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া (২২)। জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে আব্দুল্লাহ এবং দেড় বছর আগে মোজাম্মল লেবাননে যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আনু মিয়া বাংলানিউজকে জানান, দক্ষিণ লেবাননে ছুর এলাকার হারিফ নামে গ্রামে ফুলের বাগান পরিচর্যায় নিয়োজিত ছিলেন তারা। গত ১১ ফেব্রুয়ারি স্থানীয় সময় দিনগত রাতে কাজ শেষে একই শয়ন কক্ষে যান আব্দুল্লাহ ও মোজাম্মেল। তীব্র শীতের কারণে তারা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে সঠিক সময়ে ঘুম থেকে না উঠায় আশপাশের লোকজন ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতের ঢুকে ওই দু’জনের প্রাণহীন নিথর দেহ পাওয়া যায়।

নিহতদের নিকটাত্মীয় জাহাঙ্গীর আলম জানান, দরজা বন্ধ অবস্থায় ঘরে আগুন থাকায় অক্সিজেন প্রবেশ করেনি। এ কারণে তাদের দু’জনের মৃত্যু হয়েছে বলে লেবানন থেকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতরা যে লোকটির অধীনে কাজ করতেন তিনিই মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়