শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদ স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক : ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই স্বপ্ন দেখতেন নিজ রাজ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবেন। মোদির সেই স্বপ্ন পূর্ণতা পেতে চলেছে। অবশেষে দরজা খুলছে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের। যেখানে দর্শকদের জন্য ১ লাখ ১০ হাজার আসন রাখা হয়েছে।

এদিকে দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ঘোষণা করা হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের হাতেই উদ্বোধন করা হবে মোদীর ‘ড্রিম প্রোজেক্ট’ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

যার জন্য আলোকসজ্জায় সজ্জিত হয়েছে আহমেদাবাদ। বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ট্রাম্পের যাত্রাপথে থাকছে ১.৫ ফ্লাওয়ার পট। স্টেডিয়ামটির দর্শকাসন ১ লাখ ১০ হাজার হলেও ট্রাম্পের উদ্বোধনের সময় সেখানে উপস্থিত থাকবেন প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ।

আধুনিকায়নেও কম যাচ্ছে না স্টেডিয়ামটি। সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে থাকছে লাগোয়া দু’টি ছোট ক্রিকেট মাঠ। তবে মূল স্টেডিয়ামে থাকছে চারটি ড্রেসিংরুম। ক্লাব হাউজ ছাড়াও থাকছে ৭৫টি এয়ারকন্ডিশনিং কর্পোরেট বক্স। এছাড়াও ক্লাব হাউজে থাকছে ৫৫টি রুম। পাশাপাশি থাকছে ইন্ডোর ও আউটডোর স্পোর্টসের সুবিধা। থাকছে রেস্তোরা, অলিম্পিক সাইজের সুইমিং পুল, জিমন্যাসিয়াম এবং পার্টি এরিয়া।

৮০০ কোটি রুপি ব্যয়ের স্টেডিয়ামে দর্শকদের যাতায়তের জন্য ১৬টি রাস্তা মিশেছে স্টেডিয়ামের মূল রাস্তার সঙ্গে। এর জন্য আলাদা খরচ হয়েছে প্রায় ৫০ কোটি রুপি। স্টেডিয়ামে থাকছে অত্যাধুনিক পার্কিং লট। যেখানে রাখা যাবে ৩ হাজার চার চাকার গাড়ি এবং ১০ হাজার দু’চাকার গাড়ি। একই সাথে যাতায়াত সুবিধার জন্য স্টেডিয়ামের সঙ্গে যুক্ত হচ্ছে আহমেদাবাদ মেট্রো। কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়