শরীফ শাওন : সকাল থেকে লাইনে দাঁড়িয়ে নিয়োগ পরীক্ষার হলে ঢুকতে পারেননি বলে অভিযোগ করছেন কাস্টম ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট এর সিপাহী পদপ্রার্থীরা।
শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসে তারা এ অভিযোগ করেন।
এসময় প্রার্থীরা অভিযোগ করেন,ফিজিক্যাল টেস্টের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রে আসা সত্ত্বেও তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। প্রার্থী শাওন বলেন, ‘সাড়ে আটটায় পরীক্ষার সময় দেয়া হলে আমরা সকাল সাতটা থেকে কেন্দ্রের সামনে অবস্থান করছি। এখন পুলিশ আমাদের কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না। অপেক্ষমান প্রায় ৫-৭শত পরীক্ষার্থী বাইরে অবস্থান করছে।
এ বিষয়ে নিরাপত্তা কর্মীরা জানান, তারা উপরের নির্দেশে দায়িত্ব পালন করছেন। আটটার পরে কেন্দ্রে কাউকে ঢুকানোর অনুমোতি নেই।