রাশিদ রিয়াজ : নিষিদ্ধ ঘোষিত তেহরিই-ই-তালেবান নেতা আফগানিস্তানের কুনার প্রদেশে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে মারা যান। ওই প্রদেশের মারওয়ারা এলাকায় তিনি ঘোরাঘুরি করার সময় বোমা বিস্ফোরণের কবলে পড়েন। ইয়ন
গত সপ্তাহে আফগান তালেবান নেতা শেখ খালিদ হাক্কানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে মারা যান। ২০০৭ সালে হাক্কানি পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় লাল মসজিদ অভিযানে অংশ নিয়েছিলেন। এর আগে আরেক তালেবান নেতা কারি হোসেইন কাবুলে এক হামলায় নিহত হন। কাবুল ও ইসলামাবাদ উভয়ই তালেবান নেতাদের মাধ্যমে এ দুটি দেশে হামলার জন্যে পরস্পরকে অভিযোগ করে আসছে। পাশাপাশি তালেবান ও পেন্টাগন নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছ্।ে