শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়ার আন্তর্জাতিক ঋণ পরিশোধে বাংলাদেশ

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : বাংলাদেশের অর্থ কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া না গেলেও আফ্রিকার দুটি সংবাদ সূত্রে জানা গেছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর আহ্বানে সাড়া দিয়ে সোমালিয়ার আন্তর্জাতিক ঋণের অংশবিশেষ বাংলাদেশ পরিশোধ করতে যাচ্ছে। গত সপ্তাহে একই ডেটলাইন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি আফ্রিকার দুটি অনলাইন সংবাদ উৎস যথাক্রমে ‘অল আফ্রিকা ডট কম’ ও ‘হালকারান ডট কম’ তাদের পরিবেশিত সংবাদে জানিয়েছে যে, সোমলিয়া তার ঋণ লাঘবের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন রেখেছে। এতে সোমলিয়ার অর্থ মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত আইএমএফের কাছে পাঠানো এক পত্রে জানিয়েছে যে, তাদের ৮১৭,৫৭১.৫০ ডলারের ঋণ পরিপূরণের ক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতা জোগাচ্ছে। ওই সংবাদে আরও বলা হয়েছে, গত ডিসেম্বরে আইএমএফের মহাব্যবস্থাপক ক্রিস্টিলিনা জর্জিভা বাংলাদেশের অর্থমন্ত্রী এএইচএম মোস্তাফা কামালকে ১৯৬৯ সালে ওই সংস্থা কর্তৃক আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রবর্তিত ও বিবেচিত ‘স্পেশাল ড্রয়িং রাইট’, বা ‘এসডিআর’-এর ০.৭০ মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় ৮.২১ কোটি টাকা প্রদানের অনুরোধ জানান। বস্তুত, আইএমএফের কাছে বাংলাদেশের রয়েছে ১,০৬৬.৬৬ মিলিয়ন এসডিআর। অথচ ২৫ বছর আগে সোমালিয়ায় সৃষ্ট গৃহযুদ্ধের কারণে দেশটি তাদের ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করতে পারেনি।
এতে এ সংবাদটি সত্যি হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম জনগোষ্টির দেশের প্রতি গভীর মহানুভবতা দেখিয়েছে, যদিও অভ্যন্তরীণভাবে নিজের দেশেরই বেশ কিছু ব্যাংক পরিচালনার ক্ষেত্রে ঋণ অনাদায়ে বিপর্যন্ত পরিস্থিতির মুখোমুখিতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়