শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে মন্দির ও গুরুদুয়ারা পুনর্নির্মাণ করা হচ্ছে, বরাদ্দ সাড়ে ৬ লাখ মার্কিন ডলার

সিরাজুল ইসলাম : দুই দশক আগে দেশটিতে চরমপন্থিরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। এরপর পর্যায়েক্রমে অন্য ধর্মের উপাসানালয়গুলো ভেঙ্গে ফেলা হয়। ইয়ন

বর্তমান সরকার ধর্মীয় সংখ্যালঘুদের কাছে দুঃখ প্রকাশ করে হিন্দুদের মন্দির এবং শিখদের গুরুদুয়ারা নির্মাণের ঘোষণা দেন।

আফগানিস্তানের বার্ষিক বাজেট ৫.৫ বিলিয়ন ডলার। সেখানে সাড়ে ৬ লাখ ডলার শোভন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। স্থানীয় প্রধান কিংবা স্বচ্ছ ইমেজের নেতার পরামর্শ নিয়ে এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করা হবে।

মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকদের অনেক ধর্মীয় প্রতিষ্ঠান দেশটিতে নেই। দেশটিতে এখন ১০টির মতো গুরুদুয়ারা রয়েছে। এগুলোর বেশিরভাগের অবস্থান রাজধানী কাবুলে।

নাঙ্গরহর, পাকটিয়া ও গজনী প্রদেশে শত বছরের পুরনো মন্দির রয়েছে। ধর্মীয় বৈষম্যের কারণে দেশটি ছেড়ে গেছেন বহু সংখ্যালঘু।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য ১৯৮০ সালে সেখানে দুই লাখ ২০ হাজার শিখ ও হিন্দু ছিলো। ১৯৯০ সালে ওই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ হাজারে। সে সময় ক্ষমতায় ছিলো মুজাহিদিন। মাত্র এক দশকে দুই লাখের মতো হিন্দু ও শিখ দেশ ছেড়েছেন সরকারে অবহেলার কারণে। সেখানে আদম শুমারির তথ্য নেই। তবে টেলিভিশনের তথ্যে বলা হয়েছে, ৯৯ শতাংশ হিন্দু ও শিখ আফগানিস্তান ছেড়ে গেছে। যদি প্রশ্ন করা হয়, দেশটিতে কতজন হিন্দু ও শিখ রয়েছেন। কয়েকজন সাংবাদিক উত্তর দেবেন মাত্র এক হাজার ৫০০ জন রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়