শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাগাছ থেকে বিদ্যুৎ উৎপাদন, নাসায় ডাক পড়ল দশম শ্রেণির এই শিক্ষার্থীর (ভিডিওসহ)

কলাগাছ থেকে বিদ্যুৎ উৎপাদন, নাসায় ডাক পড়ল দশম শ্রেণির এই শিক্ষার্থীর (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট : কলাপাতা থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিশ্বকে অবাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষার্থী। ভারতের ভাগলপুরের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর নাম গোপাল। তার এসব আবিষ্কারের গল্প দেশ ছাড়িয়ে এখন বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে।

ফেলে দেয়া কলাপাতা কিংবা কলাগাছের কাণ্ড থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে গোপাল। জ্বালাতে পারে আলো। এখন তার ডাক পড়েছে নাসায়। তবে দেশের জন্য কাজ করতে চায় গোপাল।

গোপাল শুধু একজন গবেষক হিসেবেই পরিচিত নয়, বিভিন্ন জায়গায় উৎসাহমূলক বক্তৃতা দেয়ার জন্যও নিয়ে যাওয়া হয়। তার হাতে দুটি আবিষ্কারের পেটেন্টও রয়েছে। স্কুলে থাকতেই তার এসব আবিষ্কার তাক লাগিয়ে দিয়েছিল অনেককে।

ভাগলপুরের প্রত্যন্ত এলাকার ছেলে গোপাল। বাবা পেশায় কৃষক। চার ভাইবোনকে নিয়ে সংসার। সরকারি স্কুলেই পড়াশোনা করেছে। কিছু দিন আগেই তাইপেইতে এক এক্সিবিশনে ১০ দেশের স্টার্টআপ সংস্থাকে ডাকা হয়। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন গোপাল।

ক্লাস টেনে পড়তেই ইন্সপায়ার অ্যাওয়ার্ড (Inspire Award) পায় সে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হয় গোপাল। ৫-১০ মিনিট কথা হয় দুজনের। সেখান থেকে তাকে আহমেদাবাদের জাতীয় উদ্ভাবন ফাউন্ডেশনে (National Innovation Foundation) কাজ করার সুযোগ দেয়া হয়। সেখানে ৩-৪ রকমের আবিষ্কারের কাজে হাত লাগান তিনি।

এমনকি আমেরিকা থেকেও বিজ্ঞানীরা এসে দেখা করে গেছে এই খুদে বিজ্ঞানীর সঙ্গে। আর সে এখন ডাক পেয়েছে নাসা থেকেও। এখন স্কুল পড়ুয়াদের বিজ্ঞানের আবিষ্কারে উৎসাহ দেয়ার জন্য বক্তৃতা দিচ্ছে গোপাল। বি টেক পড়ার পাশাপাশি, আবিষ্কারের কাজও চলছে। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছে আছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়