ইয়াসিন আরাফাত : গত রোববার ভারতের কর্নাটকের যশবন্তপুরে ঘটে এ ঘটনা।মূলত অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ছেন স্বামী এমনই সন্দেহ করতেন স্ত্রী পদ্মা। বিষয়টি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী মঞ্জুনাথের মুখে গরম তেল ঢেলে দেন পদ্মা।
জানা যায়, আজ থেকে প্রায় ৯ বছর আগে যশবন্তপুরের বাসিন্দা পদ্মার ও মঞ্জুনাথের বিয়ে হয়েছিল। সম্প্রতি পদ্মা সন্দেহ করতে থাকেন তার স্বামী মঞ্জুনাথ পরকীয়ায় জড়িত। এই নিয়ে প্রায়ই মঞ্জুনাথের সঙ্গে ঝগড়া করে আসছিলেন ৩৬ বছরের পদ্মা। গত ৯ ফেব্রুয়ারি ঝগড়ার মাত্রা বেড়ে যাওয়ার এক পর্যায়ে চুলায় বসানো কড়াইয়ে গরম হওয়া তেল ছুঁড়ে দেন স্বামীর মুখে। মঞ্জুনাথের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তারাই মঞ্জুনাথকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।