শিরোনাম
◈ বৃহস্পতিবার আবারও গুরুত্বপূর্ণ তিন মোড় অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের ◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে হারলো বাংলাদেশ

রাকিব উদ্দীন : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার এড়াতে পারলোনা বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৩ রানে সবগুলো উইকেট হারায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানের বিশাল সংগ্রহে ২১২ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৮ রানে সবগুলো উইকেট হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ও ৪৪ রানে হারে সফরকারী বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও নাসিম শাহের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশ। তামিম ৩৯, মুমিনুল ৪১ ও লিটন দাসের ২৯ রান ছাড়া কোনো উল্লেখযোগ্য রান আসেনি টাইগারদের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক উইকেটসহ মোট ৪ টি উইকেট তুলে নেন নাসিম শাহ। ৪ টি উইকেট পান ইয়াসির শাহও।

এর আগে প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের সর্বোচ্চ ৬৩ রানে ভর করে ২৩৩ রান করে বাংলাদেশ। জবাবে শান মাসুদ, বাবর আজমের সেঞ্চুরি এবং হারিস সোহেলের ৭৫ রানে ভর করে সবগুলো উইকেটের খরচায় ৪৪৫ রান তোলে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে আবু জায়েদ রাহি এবং রুবেল হোসেন নেন তিনটি করে উইকেট। আর পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৪৩ রান করেন বাবর আজম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়