রাকিব উদ্দীন : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার এড়াতে পারলোনা বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৩ রানে সবগুলো উইকেট হারায় বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানের বিশাল সংগ্রহে ২১২ রানের লিড পায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৮ রানে সবগুলো উইকেট হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ইনিংস ও ৪৪ রানে হারে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও নাসিম শাহের সামনে দাঁড়াতে পারলো না বাংলাদেশ। তামিম ৩৯, মুমিনুল ৪১ ও লিটন দাসের ২৯ রান ছাড়া কোনো উল্লেখযোগ্য রান আসেনি টাইগারদের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক উইকেটসহ মোট ৪ টি উইকেট তুলে নেন নাসিম শাহ। ৪ টি উইকেট পান ইয়াসির শাহও।
এর আগে প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের সর্বোচ্চ ৬৩ রানে ভর করে ২৩৩ রান করে বাংলাদেশ। জবাবে শান মাসুদ, বাবর আজমের সেঞ্চুরি এবং হারিস সোহেলের ৭৫ রানে ভর করে সবগুলো উইকেটের খরচায় ৪৪৫ রান তোলে স্বাগতিকরা। সফরকারীদের হয়ে আবু জায়েদ রাহি এবং রুবেল হোসেন নেন তিনটি করে উইকেট। আর পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৪৩ রান করেন বাবর আজম।