এল আর বাদল : বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই অবিস্মরনীয় জয় শুধু ক্রিকেটের নয়, গোটা দেশবাসীর জয়। বাংলাদেশ দল যেদিন ফিরবে, বিমানবন্দরে জমকালো সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। দলের কোচিং স্টাফদের সবার মেয়াদ বাড়ানো হবে, এই ঘোষণা দিয়ে তিনি বলেন, অনুর্ধ¦-১৯ দল যাতে এই ধারবাহিকতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে বিসিবি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি জানান, ফ্লাইটের শিডিউলের ওপর নির্ভর করবে ক্রিকেট কবে দেশে ফিরবে। মঙ্গলবার ফেরার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। সম্পাদনা : সালেহ্ বিপ্লব