শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেকৃবিতে ইকো সলভ প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা

ফরহাদ আলম, শেকৃবি: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) কৃষি অনুষদের সেমিনার রুমে পানির গুনগত মান বৃদ্ধি এবং কৃষি খাতে উন্নতি সাধনে ইকো সলভ পানির ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোজ রোববার সকাল ১১ টায় উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে শেকৃবি কৃষি অনুষদের সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত এবং শুভেচ্ছা বক্তব্যে উদ্যানতও্ব বিভাগের অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন আহম্মেদ বলেন, সাধারণ পানির চেয়ে ইকো সলভ পানির ব্যবহারে বিভিন্ন শস্যের দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধী হয়ে ওঠে। তাই এটাকে মিরাকেল পানি বললেও আশ্চর্য হবার কিছুই থাকে না।

ইকো সলভ প্রযুক্তির ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে ইংল্যান্ডের এল এল পি কোম্পানির ইকো সলভ প্রযুক্তির সহ সভাপতি মি. জন বি আর ওয়াকার বলেন, এই পানি সাধারন পানির চেয়ে বেশি উপকারী কারন এই প্রযুক্তিতে সাধারণ পানি, লবণাক্ত পানি এবং আর্সেনিক যুক্ত পানি অর্থৎ যে কোন পানিকে একটি মেগনেটিকের ভিতর দিয়ে পরিচালনা করার ফলে হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরী করে যার ফলে উদ্ভিদ এই পানি দ্রুত গতিতে শোষণ করে। তাই পানির অপচয় রোধেও অত্যন্ত ফলপ্রসু। কম পানিতে বিশেষ গুণাগুণ সম্পন্ন হওয়ার এটির ব্যবহার এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে।

বিশেষ গুণাবলির মধ্যে মাটির গুণাগুণ বৃদ্ধি করে, ফসল রোগ প্রতিরোধী হয়ে ওঠে, একবার চালু করলে ১০-১২ বছর ব্যবহার করা যায়, ছাদ বাগানে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইলেকট্রিসিটি এবং ক্যামিকেলের ব্যবহার নেই।

প্রধান অতিথি হিসেবে ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ।

বিশেষ অতিথির বক্তব্যে উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী বলেন, পানির ব্যবহার সর্বত্র প্রয়োজন যেহেতু এটি পানির অপচয় রোধ করে তাই এই প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য।

সভাপতির ব্যক্তব্যে উদ্যানতও্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির পানি ব্যবহার সম্পর্কে বলেন, যদি ইকো সলভ পানি ব্যবহার করি তাহলে বৃদ্ধি পাবে ফলন, অপচয় রোধ এবং কৃষি খাতে উন্নতি সাধনে সর্বাত্মক ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়