শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের যুগ শেষ এবার আফগানিস্তানের পালা বললেন খামেনেয়ীর উপদেষ্টা বেলায়েতি

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, আইআরজিসি'র কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বরকতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে যাচ্ছে। এরপর আফগানিস্তানের পালা। আফগান মুজাহিদদের সিদ্ধান্তে সেখান থেকেও মার্কিনিরা বিতাড়িত হবে।

ইরানের ধর্মীয় নগরী কোমে কাসেম সোলায়মানির শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেলায়েতি আরো বলেন, মার্কিনিরা ভেবেছিল জেনারেল সোলায়মানিকে হত্যা করলেই প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।জেনারেল সোলায়মানির জীবদ্দশা এবং শাহাদাত উভয়ই বরকতময়। তাঁকে হত্যার মাধ্যমে মার্কিনিরা মূর্খতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি কমান্ডার কাসেম সোলায়মানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদেসের শাহাদাতের পর ইরান ও ইরাকের মানুষ তাদের শেষ বিদায় অনুষ্ঠানে যেভাবে অংশ নিয়েছে তা ছিল নজিরবিহীন। মানুষের ব্যাপক উপস্থিতি মার্কিন শাসকগোষ্ঠীর হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এই ষড়যন্ত্রের পর ফিলিস্তিনের সব সংগঠন ও গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে। বেলায়েতি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়