শাহনাজ বেগম : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার মৃতের সংখ্যা বেড়ে ৮১৩ জনে দাঁড়ালো। এর মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশে ৭৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা। এখন বিশ্বব্যাপী আক্রান্ত সংক্রমণের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মূল ভূখণ্ড চীনের। চীন ছাড়াও অন্য প্রায় ২৮টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। রয়টার্স, সিএনএন
সিঙ্গাপুর থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে এবং একই স্কি রিসোর্টে থাকার পর ফ্রান্সে এক শিশুসহ পাঁচ ব্রিটিশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের নিয়ে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ জন বলে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যানিয়েস বুঁজা শনিবার একথা জানিয়েছেন।
রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লাইন শনিবার ঘোষণা করেছে যে এতে কোনও চীনা, হংকং বা ম্যাকাও পাসপোর্টধারী কাউকে জাহাজে উঠার অনুমতি দেবে না। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ওই ক্রুজের সকল যাত্রীর নিরাপত্তার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে সাময়িক অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। সম্পাদনা : রাশিদুল