শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরণ অনশনে অসুস্থ ডিইউজে সভাপতি সূর্য হাসপাতালে ভর্তি

সমীরণ রায়: রাজধানীর গুলশানে বেসরকারি টেলিভিশন এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমরণ অনশন কর্মসূচিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অনশনরত ডিইউজের এই শীর্ষনেতা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসকরা আবু জাফর সূর্যের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন।

ডিইউজের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক বলেন, গতকাল থেকে এসএ টিভির সাংবাদিকরা আমরণ অনশন শুরু করেন। ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ অন্যান্য নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন। সারাদিন অভুক্ত থাকায় সন্ধ্যার পর থেকে আবু জাফর সূর্য অসুস্থতা বোধ করেন। অসুস্থ হয়েও তিনি কর্মসূচিতে উপস্থিত থাকেন। রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে অনশনরত সাংবাদিকরা তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন।

জানা গেছে, এসএ টিভিতে অবৈধভাবে সাংবাদিকদের চাকরিচ্যুতি ও বকেয়া পাওনা পরিশোধ না করায় ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। শুরু থেকেই ডিইউজের নেতাকর্মীরা চাকরিচ্যুত সাংবাদিকদের পাশে দাঁড়ান।

ডিইউজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনকালে এসএ টিভি কর্তৃপক্ষ ডিইউজে নেতাদের সঙ্গে দেনাপাওনা বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে এসএ টিভি কর্তৃপক্ষ তা ভঙ্গ করেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন কর্মসূচিতে নামে এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়