শিরোনাম
◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরণ অনশনে অসুস্থ ডিইউজে সভাপতি সূর্য হাসপাতালে ভর্তি

সমীরণ রায়: রাজধানীর গুলশানে বেসরকারি টেলিভিশন এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমরণ অনশন কর্মসূচিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অনশনরত ডিইউজের এই শীর্ষনেতা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসকরা আবু জাফর সূর্যের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন।

ডিইউজের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক বলেন, গতকাল থেকে এসএ টিভির সাংবাদিকরা আমরণ অনশন শুরু করেন। ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ অন্যান্য নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন। সারাদিন অভুক্ত থাকায় সন্ধ্যার পর থেকে আবু জাফর সূর্য অসুস্থতা বোধ করেন। অসুস্থ হয়েও তিনি কর্মসূচিতে উপস্থিত থাকেন। রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে অনশনরত সাংবাদিকরা তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন।

জানা গেছে, এসএ টিভিতে অবৈধভাবে সাংবাদিকদের চাকরিচ্যুতি ও বকেয়া পাওনা পরিশোধ না করায় ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। শুরু থেকেই ডিইউজের নেতাকর্মীরা চাকরিচ্যুত সাংবাদিকদের পাশে দাঁড়ান।

ডিইউজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনকালে এসএ টিভি কর্তৃপক্ষ ডিইউজে নেতাদের সঙ্গে দেনাপাওনা বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে এসএ টিভি কর্তৃপক্ষ তা ভঙ্গ করেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন কর্মসূচিতে নামে এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়