শিরোনাম
◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরণ অনশনে অসুস্থ ডিইউজে সভাপতি সূর্য হাসপাতালে ভর্তি

সমীরণ রায়: রাজধানীর গুলশানে বেসরকারি টেলিভিশন এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আমরণ অনশন কর্মসূচিতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অনশনরত ডিইউজের এই শীর্ষনেতা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসকরা আবু জাফর সূর্যের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন।

ডিইউজের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক বলেন, গতকাল থেকে এসএ টিভির সাংবাদিকরা আমরণ অনশন শুরু করেন। ডিইউজে সভাপতি আবু জাফর সূর্যসহ অন্যান্য নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন। সারাদিন অভুক্ত থাকায় সন্ধ্যার পর থেকে আবু জাফর সূর্য অসুস্থতা বোধ করেন। অসুস্থ হয়েও তিনি কর্মসূচিতে উপস্থিত থাকেন। রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে অনশনরত সাংবাদিকরা তাকে দ্রুত বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন।

জানা গেছে, এসএ টিভিতে অবৈধভাবে সাংবাদিকদের চাকরিচ্যুতি ও বকেয়া পাওনা পরিশোধ না করায় ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। শুরু থেকেই ডিইউজের নেতাকর্মীরা চাকরিচ্যুত সাংবাদিকদের পাশে দাঁড়ান।

ডিইউজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনকালে এসএ টিভি কর্তৃপক্ষ ডিইউজে নেতাদের সঙ্গে দেনাপাওনা বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি করেন। কিন্তু পরবর্তীতে এসএ টিভি কর্তৃপক্ষ তা ভঙ্গ করেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশন কর্মসূচিতে নামে এসএ টিভির চাকরিচ্যুত সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়